এই যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছে অনন্যা! হাতেনাতে পাকড়াও করলেন “Didi No 1” রচনা

বাংলা ইন্ডাস্ট্রি জগতের এক অভিনেত্রী হলেন অনন্যা গুহ (Ananya Guha)। এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি অনন্যা। তারই মাঝে জানা গেল প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনন্যা। ইন্ডাস্ট্রির সাথে বেশ যোগাযোগ রয়েছে প্রেমিকের। সম্প্রতি এবার সেই প্রেমিককেই হাতেনাতে ধরলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)।
জি বাংলার (Zee Bangla) এক অন্যতম রিয়েলিটি শো হলো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। যেখানে সঞ্চালনা করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। প্রতিযোগীদের গোপন খবর বার করেন রচনা। এবার সেই গোপন খবরই প্রকাশ এলো অনন্যা গুহ সম্পর্কে।
জানা গিয়েছে, প্রেমিক সুকান্ত কুন্ডু (Sukanta Kundu)-র সাথে প্রেম করছেন অনন্যা (Ananya)। বিনোদন দুনিয়ার সাথে বেশ যোগাযোগ রয়েছে সুকান্তর। সাম্প্রতিক মা শিখা কুন্ডু (Sikha Kundu)-কে নিয়ে ‘দিদি নাম্বার ওয়ান’-এ এসেছিলেন সুকান্ত। সেখানেই ফাঁস হয় এই ঘটনা।
View this post on Instagram
পেশায় একজন ইউটিউবার সুকান্ত। তবে ইন্ডাস্ট্রির সাথে ভালই যুক্ত রয়েছে সুকান্ত (Sukanta)। অন্যদিকে ইন্ডাস্ট্রি জগতে বেশ ভালই নাম রয়েছে অনন্যার। ইতিমধ্যে ‘কৃষ্ণকলি’ (Krishnakali), ‘মিঠাই’ (Mithai), ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Laxmi Kakima Superstar)-এ অভিনয় করে সকলের মন জয় করেছেন অনন্যা। তবে সাম্প্রতিক ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala & Sriman Pithiraj)-এ দেখা যাচ্ছে অনন্যাকে।
অন্যদিকে, সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক ভিডিও। যেখানে দেখা যায় ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-এ এসেছে সুকান্ত এবং তার মা শিখা কুন্ডু। ছেলের সাথে মাকে পেয়ে ছেলের জীবন নিয়ে মায়ের কাছে প্রশ্ন করেন রচনা। সেই প্রশ্নের উত্তরে সুকান্তর মা শিখা দেবী জানান, ছেলে তাকে এসব ব্যাপারে কোনো কিছুই বলে না। তিনি কিছুই জানেন না। ব্যাস, তারপরে সবটা বলে দেন রচনা। সেসব কথা শুনে সুকান্ত বলে, সে ভেবেছিল একটু কনফিউশনে রাখবে কিন্তু সেটা আর হলো না।