বিনোদন

সারেগামাপা হেরেও বিরাট জয় অনন্যার, বড় সারপ্রাইজ দিল বঙ্গতনয়া

অবশেষে কুড়ি সপ্তাহের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সারেগামপা 2021 এ দর্শকদের সম্ভাবনাকে মাত দিয়ে শেষমেষ সেরার শিরোপা দখল করলেন আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায়। দর্শকদের হট ফেভারিট হওয়া সত্বেও বিজয়ীর শিরোপা অর্জনের হাতছানি থেকে বঞ্চিত হন অনন্যা চক্রবর্তী। তবে শো হেরে গেলেও শিল্পীর তরফে যে বড় কিছুই আসতে চলেছে এমন আভাস এদিন তার ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমেই দিলেন এই বঙ্গতনয়া।

মঙ্গলবারদিন অনন্যা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে বরাবরের মতোই কোয়ার্কি স্টাইলে একগাল হেসে ছবি তুলতে দেখা গিয়েছে। তবে ছবিটিতে রয়েছে টুইস্ট! হিমেশ রেশমিয়ার ছবি নিচে দাঁড়িয়ে হিমেশের স্টাইলেই দুহাত ছড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। পোস্টটিতে স্বয়ং গায়ক হিমেশ রেশমিয়াকে ট্যাগ করার পাশাপাশি হ্যাস্ট্যাগে তিনি জুড়ে দিয়েছেন “রেকর্ডিং” শব্দটি।

তবে তার দেওয়া ক্যাপশনে পরিষ্কার হয়েছে যে কিছু একটা বড় ব্যাপার হতে চলেছে। এই ক্যাপশন এর মাধ্যমে বজবজের এই বাসিন্দা বুঝিয়ে দিয়েছেন ইতিমধ্যে হিমেশের সুরে গান রেকর্ড করে ফেলেছে সে। তবে এই প্রথমবার নয় বরাবরই নতুন প্রতিভাদের সুযোগ দিয়ে থাকেন সঙ্গীত পরিচালক এবং গীতিকার হিমেশ রেশমিয়া। ইতিমধ্যেই সারেগামাপার বিগত সিজনের রানার্সআপ অরুনিতা কাঞ্জিলাল বেশ কয়েকটি গানে কাজ করে ফেলেছেন হিমেশের সাথে।

এর আগেও জি বাংলা সারেগামাপা এর মঞ্চে সমাদ্রিত হয়েছিলেন অনন্যা। একতারা হাতে বাউল গান গাওয়া বজবজের এই কন্যে বরাবরই তার ব্যতিক্রমী কণ্ঠস্বর এর জেরে বন্দিত হন বাংলা সংগীত জগতে। সারেগামাপায় একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়ে গেলেও বিখ্যাত গায়ক অরিজিত সিং এর মতই ভবিষ্যতে একজন দুর্দান্ত প্লেব্যাক সিঙ্গার হয়ে উঠতে চলেছে সে, তার আভাস ইতিমধ্যেই দিয়েছেন অনন্যা চক্রবর্তী!