ব্যাকলেস পোশাকে উন্মুক্ত পিঠ, উরফিকে দেখে ভয়ঙ্কর প্রতিক্রিয়া অমিতাভ বচ্চনের
উরফি জাভেদ, বর্তমানে বলিপাড়ার সব থেকে সমালোচিত নাম। বিগ বস ওটিটির সুবাদেই আলোচনা শীর্ষে উঠে এসেছিলেন তিনি যদিও তারপর থেকে সংবাদ মাধ্যমের শিরোনাম থেকে তাকে সরাতে পারেনি কেউ। কাটাছেড়া পোশাক, অদ্ভুত ফ্যাশন সেন্স হয়ে উঠেছিল তার ইউএসপি। বর্তমানে নিজের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে ফ্যাশন জগতে আলাদা নাম করে নিয়েছেন।
পোশাক নিয়ে বিতর্ক সমালোচনা যায় থাকুক এই কথা অস্বীকার করা যায় না যে তাকে হাজার হাজার মানুষ ফলো করে। তবে এবার খোদ বলিউড ইন্ড্রাস্টি অর্থাৎ বিগ বি উরফির পোশাক নিয়ে মন্তব্য করলেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে উরফিকে দেখে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অমিতাভ বচ্চন।
প্রথমে তার পোশাক দেখে তাকে “সংস্কারী” বললেও এই মুহূর্তেই দেখা যায় অভিনেত্রী পুরো পোশাক দেখে রেগে আগুন হয়ে যান তিনি। এমনকি রক্তবমি পর্যন্ত শুরু হয়ে যায় তার।ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রংয়ের সালোয়ার পড়েছেন উরফি মাথায় গিয়েছেন ঘোমটা। আর তার সেই বেশ দেখে প্রশংসা করেছেন। অভিনেতাকে বলতে শোনা যায় “সংস্কারের দিক থেকে এই মেয়েটা অনেক বড়ো।” কিন্তু উরফি পিছনে ঘুরতেই বিপত্তি।
আসলে ওই পোশাকের পিছনটি ছিল পুরোপুরি উন্মুক্ত। যা দেখে অবাক হয়ে যান অভিনেতা। তবে এই সমস্তই কিন্তু হয়েছে এডিটের কারসাজিতে। আসলে উরফির ভিডিও সাথে জুড়ে দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের “সূর্যবংশম” সিনেমার একটি ছোট্ট ভিডিও ক্লিপ। তার ভিডিও নিয়ে তৈরি হওয়া এই মিম রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।