Amitabh Bachchan: নিজের ইচ্ছেয় নয়, জয়াকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন অমিতাভ বচ্চন! ফাঁস আসল কারণ

Amitabh Bachchan: বৈবাহিক বন্ধন মজবুত হলেও একপ্রকার বাধ্য হয়ে বিবাহ করেছেন অমিতাভ-জয়া, জানালেন অভিনেতা। বলি (Bolly) ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলের তালিকার শীর্ষে রয়েছে এই বর্ষীয়ান জুটি। যাদের বৈবাহিক সম্পর্ক ৫০ ছুঁই ছুঁই। আজও তাঁদের একে অপরের প্রতি ভালোবাসায় রয়েছে অগাধ বিশ্বাস। যে জুটি সম্পর্কে এত প্রশংসা করা হচ্ছে তাঁরা আর কেউ নয়, তারা হলেন ইন্ডাস্ট্রির সফল জুটি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan)।
ইন্ডাস্ট্রির বর্ষীয়ান জুটি বলা যায় অমিতাভ-জয়া (Amitabh-Jaya)-কে। যাঁদের ভালোবাসা টক্কর দেবে বর্তমান প্রজন্মের তারকা দম্পতির ভালোবাসাকে। একটা সময় ইয়ং কাপল তালিকায় ছিল এই জুটি। তবে বর্তমানে তারা পিতা-মাতার পাশাপাশি দাদু-দিদা হয়ে গিয়েছেন। এই জুটির রয়েছে দুই সন্তান। তারা হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং শ্বেতা বচ্চন (Sweta Bachchan)। তবে তারাও বিবাহ করে বাবা, মা হয়ে গেছেন।
অন্যদিকে, দাদু-দিদা হয়ে গেছেন অমিতাভ-জয়া। তবে এই বর্ষীয়ান জুটির ৪৭ তম বিবাহবার্ষিকীতে প্রকাশ্যে এসেছিল তাঁদের বিবাহের এক ঘটনা। এই জুটি সকলকে জানিয়েছিলেন তাঁদের এই বিবাহ জোরপূর্বক হয়েছিল। কথা অনুযায়ী একপ্রকার বাধ্য হয়ে এই বিয়ে করেছিলেন অমিতাভ-জয়া (Amitabh-Jaya)। ঘটনাটি ঠিক কী? ৪৭ তম বিবাহ বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট করে অমিতাভ (Amitabh) লিখেছিলেন, জনজির সফল হওয়ার পর তাঁরা বন্ধুরা মিলে লন্ডনে (London) ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন।
Amitabh Bachchan: একসময় মদের নেশায় চুর হয়ে থাকতেন, কীভাবে নিজেকে নেশামুক্ত করলেন অমিতাভ বচ্চন? জানালেন অভিনেতা
আর সেই সময় তাঁর বাবা জিজ্ঞেস করেন তাঁর সাথে কারা যাচ্ছে। আর সেই তালিকায় উঠে আসে জয়ার (Jaya) নাম। সেই শুনে অমিতাভের বাবা স্পষ্ট বলেন দুজনে যখন যাচ্ছো তাহলে আগে বিয়ে করো তারপর যাবে। আর সেই সময় বাবার নির্দেশ মেনে পরেরদিন বিবাহ করেন অমিতাভ-জয়া (Amitabh-Jaya)। আর তারপরের দিনেই তারা পাড়ি দেন লন্ডনে। তবে বাবার নির্দেশে বিয়ে করলেও তাদেল বন্ধন কতটা মজবুত তারা তা বুঝিয়ে দিয়েছেন।