অমিতাভ বচ্চনের বডিগার্ড জীতেন্দ্রর ১ বছরে এতো টাকা বেতন, যা সাধারণ ভারতীয়র সারাজীবনের রোজগার

বলিউডের সেলিব্রিটিদের অগুনতি অনুরাগীর সংখ্যা। তারা যেখানেই যান সেখানেই উপচে পড়ে মানুষের ঢল, আর এই মানুষের ঢল কে সামাল দিতে বা তারকাকে সুরক্ষিত রাখতে প্রয়োজন পড়ে একজন দক্ষ দেহরক্ষীর। একজন দেহরক্ষীকে হতে হয় সর্বগুণ নিপুন শারীরিক দিক থেকে মজবুত হওয়ার সাথে সাথেই বুদ্ধিমত্তা ও থাকতে হয় তারমধ্যে।
জনসমুদ্রের মাঝে নিজের মালিককে কিভাবে নিরাপদে বার করে এনে পরিস্থিতি সামাল দেবেন তা বোঝার জন্য থাকতে লাগে অত্যান্ত দক্ষতা। কুংফু ক্যারাটে মার্সালআর্ট সমস্ত কিছুতেই দক্ষ এই সমস্ত দেহরক্ষীরা। বলিউড সেলিব্রেটিরা নিজেদের দেহরক্ষী কে একশো শতাংশ বিশ্বাস করেন আর সেই কারণেই নিজেদের ছায়াসঙ্গী বানিয়ে রাখেন এইসব দেহরক্ষীদের।
বলিউড সেলিব্রেটিদের জীবন অনেকটাই দামি, সেই কারণেই মোটা অংকের টাকা দিয়ে নিজেদের দেহ রক্ষক কে বহাল রাখেন তারা। এইসব দেহরক্ষীদের বার্ষিক বেতন শুনলে রীতিমতন চমকে যেতে পারেন। বলিউডের কিং খান শাহরুখ থেকে শুরু করে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন প্রত্যেকেই নিজেদের দেহরক্ষীকে বাৎসরিক কোটি টাকা মাইনা দিয়ে থাকেন।
বলিউডের কিং খান শাহরুখ নিজের দেহরক্ষী রবি সিংহ কে বাৎসরিক আড়াই কোটি টাকা মাইনা দেন। আমিরের দেহরক্ষী যুবরাজ গোরপাড়ের বেতন দু কোটি টাকা। সালমানের দেহরক্ষী শেরা কে কে না চেনে, তিনি যেনো সালমানের নিজের পরিবারের একজন, আর শেরাকে সালমান বাৎসরিক ২ কোটি টাকা বেতন দেন। বলিউড শাহেনশাহ অমিতাভের দেহরক্ষী জীতেন্দ্র শিন্ডের বাৎসরিক বেতন দেড় কোটি টাকা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দেহরক্ষী জালাল কে ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা কাছাকাছি বেতন দেন। বলিউডের গ্রীক গড হৃতিক রোশনের দেহরক্ষী ময়ূর শেট্টিগারের বাৎসরিক কোটি টাকা বেতন।
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এর শ্রেয়াস থেলেকে বাৎসরিক ১ কোটি ২০ লক্ষ টাকা বেতন দেন। অক্ষয় নিজে একজন স্টান্টম্যান মার্শাল আর্ট অক্ষয়ের নখদর্পণে তবে ভিড়ের মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে অক্ষয় ভরসা করেন নিজের দেহরক্ষক কেই।