টানা দুদিন ধরে অসহ্য যন্ত্রণা, পুত্রবধূ ঐশ্বর্যের কষ্টতে চোখে জল এসেছিল অমিতাভ বচ্চনের!

টানা দুদিন ধরে যন্ত্রণা সহ্য করেছেন পুত্রবধূ; এমনটাই বললেন বিগবি। বলিউড ইন্ডাস্ট্রিতে (Bollywood Industry) শুরু থেকেই নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুধুমাত্র নামের শাহেনশা নন, কাজের দিক থেকেও শাহেনশা তিনি। মিডিয়া সব সময় বচ্চন পরিবারের উপরে নিজেদের নজর টিকিয়ে রাখেন। বচ্চন পরিবারের যে কোন খবরই শিরোনামে উঠে আসে। ৮০ বছর বয়সেও বিগবি অমিতাভ বচ্চন নিজেকে খবরের শিরোনামে বজায় রেখেছেন।
তার সম্পর্কিত যে কোন খবরই সাধারণ মানুষ খুব আগ্রহের সাথে পড়ে। তবে এবার পুত্রবধূ সম্পর্কে কি বললেন তিনি? পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে (Aiswariya Rai Bachchan) নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো চোখে জল চলে আসলো তার। ঐশ্বর্য রাই বচ্চনকে পুত্রবধূ হিসেবে মনোনীত করার পর থেকে বিতর্ক কখনোই বচ্চন পরিবারের পিছন ছাড়েনি। অনেকেই বিগবির এই সিদ্ধান্তকে ভুল বলে মনে করেছেন। তবে সিদ্ধান্ত নিতে বচ্চন পরিবার যে ভুল করেনি তা আজ প্রমাণিত।
ঐশ্বর্যা রাই ও জুনিয়র বচ্চনের বিবাহ হয়েছিল ২০০৭ সালে। তা ঠিক চার বছর পরেই ২০১১ সালে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিষেক ও ঐশ্বর্য কন্যা আরাধ্যা বচ্চন (Aradhya Bachchan) পরিবারের খুব আদরের। এই আরাধ্যা হওয়ার সময় টানা দুদিন যন্ত্রণা ও কষ্ট সহ্য করেছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। সেই কথা প্রসঙ্গে অভিনেতা আজকে মিডিয়াতে চর্চিত। বিগবি তার দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঐশ্বর্যর লেবার পেনের কথা তুলে ধরেছেন।
চিকিৎসকেরা তাকে বারবার সিজার করার পরামর্শ দিলেও, অভিনেত্রী চেয়েছিলেন সবসময় নরমাল ডেলিভারি করতে। তাই টানা দুদিন এই কষ্ট সহ্য করেছেন তিনি। কষ্টের পরেই তিনি পেয়েছেন তার কন্যা আরাধ্যাকে। ঐশ্বর্যর এই কষ্টের কথায় মিডিয়ার সামনে এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন অমিতাভ বচ্চন। এই কথা বলতে গিয়ে রীতিমতো তিনিও খুব কষ্ট পেয়েছেন। কারণ শুরু থেকেই অভিনেত্রীকে পুত্রবধূ নয় মেয়ের আসনে জায়গা দিয়েছেন তিনি। বর্তমানে আরাধ্যা বচ্চন পরিবারের সকলের নয়নের মনি।