বিনোদন

বুকের পাঁজর ভেঙে গুরুতর আহত হলেন অমিতাভ বচ্চন, এখন কেমন আছেন বিগ বি?

আরো একবার শ্যুটিং সেটে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন! এই নিয়ে দ্বিতীয়বার, গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। জানা গিয়েছে, ‘প্রোজেক্ট কে’ সিনেমার শ্যুটিং করার সময় আঘাত পান এই প্রবীণ অভিনেতা। পাঁজরে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। এমনকি পাঁজরের পেশীও ছিঁড়েছে বলে জানা গিয়েছে।

তার এই আগামী সিনেমা মূলত অ্যাকশনধর্মী। অনেকদিন ধরেই চলছিলো সিনেমার শ্যুটিং। একটি অ্যাকশন দৃশ্য শ্যুট করার সময় হঠাৎ চোট পান তিনি। এরপর শ্যুটিং থামিয়ে তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। স্ক্যান করানোর পর জানা যায় ডানদিকের পাঁজরে চোট পেয়েছেন তিনি, ছিঁড়ে গিয়েছে পেশী। এই খবর দর্শকদের নিজেই জানিয়েছেন তিনি।

আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে শ্যুটিং বন্ধ করে মুম্বইয়ের বাড়িতে ফিরে এসেছেন এই অভিনেতা। জানিয়েছেন নিঃশ্বাস নেওয়ার সময় তার কষ্ট হচ্ছে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। চোট সারতে সারতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এই অভিনেতার ক্ষেত্রে শ্যুটিং সেটে চোট পাওয়া কোনো নতুন বিষয় নয়। গত বছরই এরকম একটি ঘটনা ঘটেছিল।

যখন একটি ধাতব বস্তুর আঘাতে পায়ের শিরা কেটে গিয়েছিল তার। যদিও সেই পরিস্থিতিতেও স্নায়ু শক্ত রেখে চিকিৎসককে ডেকেছিলেন তিনি। তারপর সকলে মিলে তাকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। এরপর সুস্থ হয়ে ফের কাজে ফিরে আসেন অমিতাভ। উল্লেখযোগ্য, দীর্ঘ কয়েক দশক ধরে বলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। ৮০ বছরে পা দিলেও কাজ থামাননি বরং ছোটাছুটি করে কাজ করে চলেছেন।