লুকিয়ে লুকিয়ে মালদ্বীপ যেতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন অমিতাভ-রেখা!

Advertisement

বলিউডের দুই কিংবদন্তী তারকা হলেন রেখা (Rekha) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাদের পারস্পরিক সম্পর্ক নেই বহুদিন। একে অপরের মুখ দেখাও বন্ধ রয়েছে। তবে একসময় রেখা ও অমিতাভের সম্পর্ক নিয়ে বলিউড থেকে সাধারণ মানুষের মধ্যে নানান চর্চা চলত। তারা সম্পর্কে ছিলেন বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব এখন অতীত। এরপর অমিতাভ পরিবারের কথায় রেখার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং জয়াকে বিয়ে করেন।

Advertisements

রেখা ও অমিতাভকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি বহুদিন। তবে অনস্ক্রীনে তাদের রসায়ন মানুষের পছন্দের ছিল। বর্তমানে একে অপরকে একটু এড়িয়ে চলেন। অমিতাভ রেখার কথা উঠলে এড়িয়ে যান। রেখা বেশ কয়েকবার অমিতাভ বচ্চনের প্রতি অনুরাগের কথা ব্যক্ত করেছেন আকার ইঙ্গিতে। সম্প্রতি যেনো সেই গুঞ্জনে আরও একটু দোল লাগল। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে।

Advertisements

আর সেই ছবি নিয়েই নানান গুঞ্জন শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বিমানে বসে রয়েছেন অমিতাভ বচ্চন এবং তার পাশে ছবি তুলতে দেখা গিয়েছে এক পাইলটকে। প্রিয় অভিনেতার সঙ্গে যে ওই পাইলট ছবি তুলছেন তা দেখেই স্পষ্ট হয়। ছবিটি পোস্ট করে ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন, “মালদ্বীপ যাওয়ার পথে অমিত’জির সঙ্গে সাক্ষাৎ”। তবে সবকিছু ঠিক থাকলেও গোলযোগ বাঁধল অমিতাভের পিছনের সিট নিয়ে।

সেখানে বসে রয়েছেন এক মহিলা আর তিনি কেউ নন, তিনি হলেন রেখা। মুখ যথাসম্ভব আড়াল করেও নিজেকে লুকোতে পারেননি তিনি। তবে কি একসঙ্গে মালদ্বীপ যাচ্ছেন রেখা ও অমিতাভ! ছবিটি আসলে ২০১৩ সালের। অমিতাভ ও তার পিছনের সিটে রেখা বসলেও তারা মালদ্বীপ যাচ্ছিলেন না। ভারতীয় সিনেমার ১০০ বছরের উদযাপনে অংশ নিতে চেন্নাই যাচ্ছিলেন তারা।

Related Articles