রাতের অন্ধকারে ভিনদেশী তারা গানের তালে মনমাতানো নাচ ‘পান্তাভাতের কুণ্ডু’ দীপান্বিতার, প্রশংসায় ভক্তরা
জি বাংলার রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ থেকে জনপ্রিয় হয়ে যান ছোট্ট দীপান্বিতা কুন্ডু। মাত্র ৩ বছর বয়স থেকে গানের জগতে তার হাতেখড়ি। এরপর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে ছোট্ট দীপান্বিতা। রিয়েলিটি শো-এর বিচারক মিঠুন চক্রবর্তী তাকে বেশ মজা করতেন ‘পান্তাভাতের কুন্ডু’ বলে।
এরপর থেকে তার নাম ‘পান্তাভাতের কুন্ডু’। তবে নাচের জগতে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করে দীপান্বিতা।বর্তমানে সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। নিজের নাচকে নিয়ে সে এগিয়ে চলেছে। তার রয়েছে একটি ইউটিউব চ্যানেল। সেখানেই সে নিজের নানান নাচের ভিডিও পোস্ট করে থাকে।
আর তা ভাইরাল হয়ে যায় নিমেষেই। তেমনই একটি নাচের ভিডিও সে পোস্ট করেছে নিজের ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিও দেখে সকলেই তাকে বাহবা দিয়েছেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গাওয়া গান ‘আমার ভিনদেশী তারা’ গানে নাচ করেছে দীপান্বিতা।
ছোট্ট মেয়েটি এখন এত বড় হয়ে গিয়েছে এবং তার নাচও সকলের মনে ধরেছে যার ফলে জনপ্রিয়তা বেড়েছে রীতিমতো। ইতিমধ্যে নাচের ভিডিওটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন এবং সকলেই বাহবা দিয়েছেন।