হাজার নয়, লক্ষাধিক মুক্ত দিয়ে তৈরি আলিয়ার এই বিশেষ গাউন, দাম জানলে আঁতকে উঠবেন

Advertisement

রেড কার্পেটে প্রথমবার অংশ নিয়েই তাক লাগালেন আলিয়া, পরনে রয়েছে কয়েক কোটি টাকার মুক্তর গাউন। বলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম অভিনেত্রী হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। যিনি তাঁর অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে বেশ ভালই জায়গা দখল করেছেন। মাঝেমধ্যেই তিনি তাঁর সৌন্দর্যের কারণে সোশ্যাল মিডিয়ার (Social Media) লাইম লাইনে আসেন। তবে সাম্প্রতিক আবারও এক দুর্দান্ত লুক নিয়ে খবরে শিরোনামে উঠে এলেন আলিয়া। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। প্রসঙ্গত, প্রতিবছরই অনুষ্ঠিত হয় মেটগালার রেড কার্পেট শো।

Advertisements

যে অনুষ্ঠানে অংশ নেয় বিদেশি তারকারা। এই অনুষ্ঠানে অংশ নেওয়া তারকাদের পোশাক এবং সাজসজ্জা নিয়েই চর্চা চলে নেটদুনিয়ায়। আর সেই চর্চার সূত্রেই তারা উঠে আসেন খবরের শিরোনামে। তবে বর্তমান সময়ে শুধু বিদেশী তারকা নয়, ভারতীয় তারকারাও এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যে তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র মতো অভিনেত্রীরা। তবে ২০২৩ সালের মেটগালার রেড কার্পেট শোতে অংশ নেন অভিনেত্রী আলিয়া ভাট।

Advertisements

যার লুক কেড়ে নিয়েছে সেই অনুষ্ঠানের সব লাইম লাইট। প্রথমবার এই অনুষ্ঠানে অংশ নিয়েই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। সাদা গাউনে নিজেকে মেলে ধরেছিলেন আলিয়া। বলা যায় সাদা পরী সাজে সেজে উঠেছিলেন আলিয়া। তবে তাঁর এই পোশাকের আকর্ষণীয় বিষয় হলো তার এই পোশাকটি তৈরি হয়েছে এক লক্ষ মুক্ত দিয়ে। আর তা দেখেই মোহিত হয়েছে সকলে। উজ্জল পোশাকের সাথে এদিন উজ্জ্বল লুকে দেখা গেছে আলিয়াকে।

পোশাকের সাথে তিনি পড়েছিলেন মানানসই গহনা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই ছবি পোস্ট করেছেন তাঁর দিদি শাহীন ভাট (Shaheen Bhatt)। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এঞ্জেল। নেটিজেনরা মন্তব্য করেছে এই পোশাকে সাদা পরীর মতো লাগছে আলিয়াকে। তবে অভিনেত্রী আলিয়া (Alia) তাঁর এই লুক সম্পর্কে বলেন, তিনি শ্যানেল ব্রাইডদের দ্বারা মুগ্ধ হয়েছেন। তিনি সুপার মডেল ক্লডিয়া সিফারের ১৯৯২-এর শ্যানেল ব্রাইডের লুক দেখে অনুপ্রাণিত হয়েছেন। তবে অনুমান করা যাচ্ছে অভিনেত্রীর এই পোশাকের দাম প্রায় কয়েক কোটি টাকা। যা দেখে চোখের পলক পড়ছে না নেটবাসীর।

Related Articles