Alia Bhatt: স্কুলের বাথরুমে বসে এই কাজ করতেন আলিয়া! হাতেনাতে ধরা পড়তেই লজ্জায় পড়েন অভিনেত্রী

Advertisement

ছোটোবেলায় সকলেরই স্কুল নিয়ে নানান মজার ঘটনা থাকে। বড় হয়ে সেই স্মৃতি রোমন্থন করতে গেলে মজা যেমন লাগে তেমনই ভেবে অবাক হতে হয় কেউ কেউ ছোটোবেলায় এতটাই দুষ্টু ছিল। সাধারণ মানুষের মতন সেলিব্রিটিদের স্মৃতিতেও রয়েছে এমন কিছু মজার ঘটনা। তাই সেই বিষয়ে যখন প্রকাশ্যে আসে তখন সাধারণ মানুষও ভেবে অবাক হন।

Advertisements

Advertisements

তেমনই বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন আলিয়া ভাট (Alia Bhat)। তার ছোটোবেলার ছবি দেখলে মনে হবে তিনি বেশ শান্ত ছিলেন। তার মিষ্টি মুখ ও মিষ্টি হাসি সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু আলিয়া ছোটোবেলায় ছিলেন বেশ দুষ্টু। আর সেই ঘটনা ছিল তার স্কুলকে নিয়ে৷ স্কুলের একটি ঘটনা তিনি সংবাদমাধ্যমের সামনে শেয়ার করেন।

আর তা জানার পর কেউই হাসি চেপে রাখতে পারেননি। সেই ঘটনাটি তবে কি! আলিয়া যখন ছোটো ছিলেন সেইসময় তিনি স্কুলে গেলেই বাথরুমে চলে যেতেন। বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। কখনও তিনি ঘুমিয়েও পড়তেন। কারণ তার স্কুলে ক্লাস করতে ভালো লাগতো না। আর তার এই কাজের জন্য তার উপর বেশ বিরক্ত হয়ে পড়েন শিক্ষকেরা। কিন্তু তাতে কি! আলিয়া কাউকেই পাত্তা দিতেন না।

তাই পড়াশোনার গন্ডি শেষ হতেই করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। পড়াশোনা না করলেও তার সাফল্য যে অন্য জায়গায় বাধা ছিল তা হয়তো তিনি অনুমান করতে পেরেছিলেন। আলিয়া স্টার কিড হলেন নিজের অভিনয়ের মধ্যে দিয়ে নিজেকে সেরা প্রমাণ করেছেন অভিনেত্রী। বর্তমানে এক কন্যা সন্তান, পরিবার ও কাজের মধ্যে দিয়ে দিব্যি চলছে তার জীবন।

Related Articles