Advertisements

সাচ্চা হিন্দুস্তানি, দেশের বিপদে ফের ত্রাতার ভুমিকায় অক্ষয় কুমার, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

Advertisements

দিনে দিনে কঠিন হচ্ছে করোনা পরিস্থিতি। করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো তছনছ করে দিয়েছে জনজীবন। গত ২৪ ঘন্টায় নতুন করে করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে মানুষ, এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।

ভারতীয় দলে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে রাজনৈতিকবিদ গৌতম গম্ভীরের দিল্লি কেন্দ্রিক সমাজসেবী সংস্থাকে করোনার খাতে এক কোটি টাকা দান করলেন অক্ষয়। গৌতম গম্ভীর নিজেই সেই খবর টুইটের মাধ্যমে জানান।

উল্লেখ্য, অভিনেতা অক্ষয় কুমার গত বছর করোনাকালেও পিএম কেয়ারস ফান্ডেও ২৫ কোটি টাকার অনুদান দিয়েছিলেন। গৌতমের গম্ভীর অক্ষয়ের অনুদানের খবর জানিয়ে টুইটারে বলেন , এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটি সাহায্য আশার আলো দেখায়, অক্ষয় কুমারকে ধন্যবাদ জানতেও ভোলেননি গম্ভীর। অভিনেতার অনুদানের টাকা অসহায়দের খাবার ওষুধ এবং অক্সিজেন যোগানের কাজে লাগবে বলে জানান গম্ভীর।

অক্ষয় কুমার নিজেও কিছু দিন আগে রাম সেতু সিনেমার শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হন। প্রথমে বাড়িতে আইসোলেশনে থাকলেও পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। ১২ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অক্ষয়। স্ত্রী টুইংকেল খান্না সোশ্যাল মিডিয়ায় সেই খবরটি জানিয়েছিলেন অনুরাগীদের।

Related Articles