বিনোদনভাইরাল ভিডিও

উহ আন্তাভা, ছোট পোশাকে ‘হটবম্ব’ নোরার সঙ্গে নেচে মস্তি করছে অক্ষয় (VIRAL VIDEO)

সম্প্রতি দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনকে (Allu Arjun) নকল করায় অক্ষয় কুমারকে (Akshay Kumar) কটাক্ষের মুখে পড়তে হলো। আর এই প্রসঙ্গে নেটদুনিয়ার একাংশের মতে, “এই লোকটা টাকা পেলে মনে হয় শ্রাদ্ধ বাড়িতেও নাচবে”। তবে বিষয়টি কি! কেনই বা তার উপর এত রেগে গিয়েছেন নেটদুনিয়ার মানুষ।

বর্তমানে অক্ষয় কুমারের পেশাগত জীবন বিশেষ ভালো কাটছে না বক্স অফিসে ব্যবসা করার মতন সিনেমা বেরোচ্ছে না তার। তাই ভক্তদের উত্তেজনা থেকে তিনি ক্রমশ সরে গিয়েছেন। বর্তমানে অক্ষয় কুমার ‘দ্য এন্টারটেইনমেন্ট’ ট্যুরের জন্য মার্কিন মুলুকে ব্যস্ত রয়েছেন। এরই মাঝে দক্ষিণ ভারতের ছবি ‘পুষ্পা’র জনপ্রিয় গান ‘আন্তাভা’-তে জমিয়ে নাচ করলেন তিনি।

তবে তিনি একা নন, দেশের জনপ্রিয় আইটেম ড্যান্সার নোরা ফতেহিকে (Nora Fatehi) সঙ্গে নিয়ে নাচ করলেন তিনি। ভিডিওতে নোরার পরনে রয়েছে ক্প টপ ও শার্ট এবং অক্ষয়ের পরনে রয়েছে প্রিন্টেড শার্ট ও কালো ট্রাউজার। দু’জনের গলায় রয়েছে গাঁদা ফুলের মালা। দুজনেই গানের তালে জমিয়ে নাচ করলেও অক্ষয়ের নাচ মোটেই ভালো চোখে দেখেননি নেটবাসী৷

কেউ কেউ অক্ষয়ের নাচ দেখে লিখেছেন, “পয়সা পেলে এই লেকটা শ্রাদ্ধ বাড়িতেও নাচবে”। আবার কেউ লিখেছেন, ” এই লোকটার শুধু টাকা চাই। দুনিয়া এদিক ওদিক হলেও লোকটা নেচে যাবে”। তবে নোরার নাচ নিয়ে প্রশংসা করেছেন নেটদুনিয়ার সকলে।