Advertisements

দিল্লির নাইটক্লাবে বেধরক মার খেলেন অজয় দেবগণ! তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে কয়েকজন রাতের অন্ধকারে ধরে মারছে আর তারপরেই দাবি উঠেছে যে মার খাওয়া ওই ব্যক্তি আর অন্য কেউ নন বরং বলিউডের জনপ্রিয় সুপারস্টার অজয় দেবগন। দাবি করা হয়েছে হালে কৃষিবিল সমর্থন করায় তাকে প্রতিবাদী কৃষকেরা মারধর করেন।

আবার অন্যদিকে অজয় দেবগণ নাকি মদ্যব অবস্থায় ছিলেন, গাড়ি পার্কিং নিয়ে বচসার কারণে তাঁকে মারধর করা হয় বলে কিছু ভিডিওতে দাবি করা হয়েছে। তবে ভাইরাল ভিডিওটিতে অজয় দেবগণকে স্পষ্ট বোঝা যাচ্ছে না।

তবে অভিনেতা অজয় দেবগণের মুখপাত্র নায়কের হয়ে জানিয়েছেন অজয় তানজির দ্যা আনসং ওয়ারিয়র শুটিং এর পর থেকে দিল্লি তে যাননি, প্রায় ১৪ মাস আগে ছবির প্রমোশনের জন্য দিল্লিতে শেষ বারের জন্য গিয়েছিলেন অজয়।

এই মুহূর্তে অজয় নিজের পরবর্তী ছবি ময়দান, মে দে, গঙ্গু বাই এর শুটিং নিয়ে ব্যস্ত। অজয়ের মুখপাত্র জানান দিল্লির পাবের বাইরে ওই ঘটনার সাথে অজয়ের কোনো যোগ নেই তাই বিনা কারণে এই বিষয়ে নায়কের নাম জড়ানো উচিত নয়, যারা এই ঘটনায় অজয়ের নাম জড়াচ্ছেন তাদের একবার যাচাই করে নেওয়া উচিত।

Related Articles