বিনোদনভাইরাল ভিডিও

মেকআপ ঘেঁটে, লিপস্টিক মুছে একাকার! মধ্যরাতে একি অবস্থা অজয় কন্যা নাইসার?

আরো একবার মদ্যপ অবস্থায় দেখা গেলো বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি কাজল এবং অজয় দেবগণের কন্যা নাইসা দেবগণকে। যা দেখার পর রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে দর্শকমহলে। আমরা সকলেই জানি যে বলিউডের স্টারকিডরা তাদের বাবা-মায়ের মতোই জনপ্রিয়। কেরিয়ার শুরু না করলেও তাদের জনপ্রিয়তা অনেকটাই থাকে।

এমন অনেক স্টারকিড রয়েছেন যারা বর্তমানে পড়াশোনার জন্য বিদেশে রয়েছেন, তবে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা যায় অনুগামীর সংখ্যা রীতিমতো চোখে পড়ার মতো। সেরকমই একজন স্টারকিড হলেন নাইসা। মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানান ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। যার বেশিরভাগই থাকে বিভিন্ন পার্টির।

এমনকি তার পোস্ট দেখে বোঝার উপায় নেই তিনি পড়াশোনা করতে বিদেশে গিয়েছেন নাকি পার্টি করতে। সম্প্রতি সেরকমই মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় পার্টি করতে দেখা দিয়েছে আরিয়ান খান, সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং নাইসাকে। তারই বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে নাইসা একটি গোলাপী শর্ট ড্রেস পরে রয়েছেন। পার্টিতে ঢোকার সময় পর্যন্ত তিনি ঠিকই ছিলেন তবে বেরোনোর সময় উল্টো ছবি ধরা পড়ে। কারণ, দেখা যায় তার মেকআপ নষ্ট হয়ে, লিপস্টিক মুছে গিয়েছে। এমনকি ঠিকমতো হাঁটতেও পারছেন না তিনি। টলতে টলতে বাইরে আসছেন। যা দেখার পর স্পষ্ট হয়েছে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন।

এই দৃশ্য ধরা পড়তেই আক্রমণ শুরু করেছেন সোশ্যাল মিডিয়াবাসীরা। তাদের মধ্যে এতো কম বয়সে মাতাল তৈরি হচ্ছেন স্টারকিডরা। আবার কারো মতে অজয় এবং কাজল নিজেদের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছেন। কিন্তু তাদের মেয়ে তাদের মান সম্মান নষ্ট করছেন। এই প্রথম নয়, এর আগেও নাইসাকে এরকম অবস্থায় দেখা গিয়েছে।