বিনোদন

‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমির মুখ দেখতে চান না ঐশ্বর্য রাই, শুধুমাত্র এই বড় কারণের জন্য

বলিউড- এই সিনেমা জগত মানেই লাইমলাইট আর গ্ল‍্যামার। তবে এই রঙিন দুনিয়ার ভিতরেও কিন্তু রয়েছে নানান জানা অজানা তর্ক বিতর্কের ঘটনা। পর্দার সামনে প্রত্যেক তারকার সাথে প্রত‍্যেকের সম্পর্ক সুন্দর মনে হলেও ভিতরে অনেকের মধ্যেই চলে কোল্ড ওয়ার। সেলেব্রিটিদের মধ্যে হয়ে থাকে ঠোকাঠুকিও কখনো তা প্রকাশ্যে চলে আসে, কখনো তা থাকে পর্দার পিছনে‌। একের পর এক মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে উঠে বি টাউনে।

সম্প্রতি এইরকমই দুই তারকার তিক্ত সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। সালমান খান এবং ঐশ্বর্য রাই বচ্চন, একদা এই লাভ বার্ডস এর ব্রেকআপ পরবর্তী জীবনে তাদের সম্পর্ক বড়ই তিক্ত তা কারো অজানা নেই তবে জানেন কি আরো এক অভিনেতার সাথে তিক্ত সম্পর্ক রয়েছে বচ্চন পুত্রবধূর! পারতপক্ষে ঐশ্বর্য তাকে এড়িয়েই চলেন।

বলা হচ্ছে ইমরান হাশমির কথা, তার সঙ্গে সদভাব নেই অভিনেত্রীর। আর এর কারণ কিন্তু ইমরান নিজেই। ঐশ্বর্যের মাথায় বিশ্বসুন্দরীর তাজ উঠেছিল একটা সময়, তার হাসিতে ও সৌন্দর্যে মুগ্ধ হননা এমন মানুষ পাওয়া দুর্লভ। কিন্তু তার রূপে মোটেও মুগ্ধ হননি ইমরান বরং তার রূপ নিয়েই এমন কথা বলেছিলেন অভিনেতা যে তাতেই চটে যান ঐশ্বর্য রায়।

ঘটনাটি কয়েক বছর আগের। বলিউডের অন্যতম চর্চিত শো কফি উইথ করণ-এ উপস্থিত ছিলেন ইমরান হাশমি। সেখানে এক একটি বস্তুর নাম বললে কোন অভিনেত্রীর কথা মাথায় আসে তা জানতে চাওয়া হয়েছিল অভিনেতার কাছে।

যখন করণ জোহর প্লাস্টিক বলে তখন ইমরান ঐশ্বর্য রায় বচ্চনের নাম নেন। যার অর্থ ছিল ঐশ্বর্যের সৌন্দর্য আসল না পুরোটাই সার্জারির ফল। এই কথা ঐশ্বর্যের কানে যেতেই তাদের মধ্যে শুরু হয় শত্রুতা। এই মন্তব্যে এতটাই ক্ষুদ্ধ হয়েছিলেন অভিনেত্রী যে অভিনেতার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবেন না বলে ঠিক করেছিলেন।