Aishwarya Rai Bachchan: রাতারাতি একাধিক ছবি বাতিল, ঐশ্বর্যের কেরিয়ার গড়ার পথে কাঁটা হয়ে দাঁড়ান শাহরুখ খান!

Advertisement

Aishwarya Rai Bachchan: একসঙ্গে বাতিল ঐশ্বর্যের ৫ ছবি, দায়ী কে? প্রকাশ্যে এলো গোপন তথ্য। বলি (Bolly) ইন্ডাস্ট্রির ৯০ দশকের বিউটি কুইন ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan)। যাঁর রূপ-সৌন্দর্য অভিনয় ঘায়েল হয় সকল দর্শক। তবে বর্তমান সময়ে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরে থাকলেও তাঁর দাপট এখনো রয়েছে। তবে প্রকাশ্যে এসেছে একটা সময় কেরিয়ার শেষ হতে যাচ্ছিল অভিনেত্রী ঐশ্বর্যের। একসাথে পাঁচ ছবি থেকে বাতিল করে দেওয়া হয়েছিল তাঁকে। সিমি গারেওয়াল (Simi Garewal)-এর শোতে হাজির হয়েছিলেন ঐশ্বর্য (Aishwarya)।

Advertisements

আর সেখানেই সাক্ষাৎকারে সঞ্চালিকা অভিনেত্রীকে প্রশ্ন করেন, তাঁর সাথে শাহরুখ (Shahrukh)-এর একসাথে পাঁচটি কাজ করার কথা ছিল। কিন্তু তা হয়নি কেন? আর সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী ঐশ্বর্য জানান, শাহরুখের সাথে তাঁর পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল এটা ঠিকই। কিন্তু হঠাৎ করেই সেই কাজ বাতিল হয়ে যায়। তবে কেন তার কারণ তিনি জানেন না। এর পাশাপাশি বিউটি কুইন ঐশ্বর্য (Aishwarya) আরো বলেন যে, এই ঘটনার পর থেকে তিনি বেশ সচেতন হয়ে গিয়েছিলেন।

Advertisements

 

সম্পর্কে অবনতি, ভাঙনের মুখে ঐশ্বর্য-অভিষেকের বিয়ে!

যাতে পরবর্তীকালে কোনো বড় সমস্যা না তৈরি হয়। এই ঘটনার জন্য শাহরুখ কী ক্ষমা চেয়েছিলেন? প্রশ্ন করেছিলেন সঞ্চালিকা। তবে এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এইসব পছন্দ করেন না। তবে কে কি করবে সেটা তাঁর ব্যক্তিগত মতামত।কেন বাতিল করে দেওয়া হয়েছিল শাহরুখ-ঐশ্বর্য (Shahrukh-Aishwarya)-এর পাঁচটি ছবির কাজ? এই বিষয়ে জানা গিয়েছে ভাইজান সলমন (Salman)-এর সাথে সম্পর্ক ভাঙার কারণেই শাহরুখ-ঐশ্বর্যের ৫ ছবি বাতিল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by @shahrukhaishwarya

তবে শোনা গিয়েছে পূর্বে এর জন্য এক সাক্ষাৎকারে অভিনেতা ক্ষমাও চেয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের কাছে।প্রসঙ্গত, কয়েকদিন আগেই বলিউডের রাজনীতি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তিনি জানিয়েছিলেন, তাঁকে একসময় ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করা হয়েছিল। তাঁকে কোনো ছবির কাজ দেওয়া হতো না। তবে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। আর এই ঘটনার মাঝেই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঐশ্বর্য রায়ের এক পুরনো সাক্ষাৎকার। আর সেখানে উঠে আসে ছবি বাতিলের ঘটনা।

Related Articles