Aishwarya Rai: জীবনের প্রথম অভিজ্ঞতায় কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্য!

Advertisement

Aishwaryai Rai: ICSC পরীক্ষার ফলাফল দেখে কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্য, কোন স্থান অধিকার করেছিলেন তিনি? বলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan)। অন্যদিকে যিনি বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত। তবে বর্তমানে মেয়ে আরাধ্যাকে নিয়েই জীবন কাটাচ্ছেন ঐশ্বর্য। অভিনয় জগত থেকে নিজেকে একটু দূরেই রেখেছেন বলা যায়। জানা গিয়েছে এই অভিনেত্রীর এক অভিজ্ঞতার কথা, যার জন্য তিনি কেঁদে ফেলেছিলেন। বর্তমানে অভিনেত্রী ঐশ্বর্য মেয়ে আরাধ্যা (Aradhya)-র পড়াশোনার দিকে বিশেষ নজর রাখছেন।

Advertisements

কারণ একসময় তিনিও খুব ভালো ছাত্রী ছিলেন। তিনি নিজেই বলেছিলেন যে তিনি স্কুলে পড়াশোনা করার সময় সবসময়ই প্রথম হতেন। তবে তাঁর এই প্রথম হওয়া দেখে অনেকেই ভেবেছিলেন যে তিনি আইসিএসসি (ICSC) পরীক্ষাতেও প্রথম হবেন। কিন্তু আইসিএসসি পরীক্ষার ফলাফল বেরোলে দেখা যায় তিনি অষ্টম স্থান অধিকার করেন। আর সেই প্রথম অভিজ্ঞতাতেই অভিনেত্রী কেঁদে ফেলেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন প্রথম হওয়ার মূল্য।

Advertisements

এর পাশাপাশি তিনি এটাও বুঝেছিলেন যে, তিনি অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের কথা কখনো ভেবেই দেখেননি। তাঁর নিজের কোন লক্ষ্যই ছিল না। তবে পরবর্তীতে তিনি মডেলিং শুরু করেন। এর পাশাপাশি তিনি স্নাতক স্তরের পড়াশোনাও করেন। তবে পড়াশোনা চলাকালীন ‘মিস ওয়ার্ল্ড’ (Miss World)-এর জন্য তিনি মনোনীত হয়েছিলেন। ফলে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাঁকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। পরবর্তীতে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট তাঁর মাথাতেই ওঠে।

এরপরে তিনি বিশ্বসুন্দরী এবং সেরা মডেল থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন একজন স্বনামধন্য অভিনেত্রী। তবে কাজের কথা বলতে গেলে ২০২২ সালে ঐশ্বর্য রায় বচ্চন অভিনীত ‘পোন্নিয়েন সেলভান -1’ (Ponniyin Selvan – 1) ছবিটি মুক্তি পেয়েছিল। রানীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তাঁর লুক সামনে আসতেই নেটিজেনদের একাংশের কাছে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। তবে আগামীতে অভিনেত্রী ঐশ্বর্যকে দেখা যাবে ‘পোন্নিয়েন সেলভান- ২’ (Ponniyin Selvan- ২) ছবিতে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবির ট্রেলার।

Related Articles