‘বয়সে ছোট হলেও ও-কেই দিদি মানতাম’, ঐন্দ্রিলার স্মৃতিচারণে ‘Didi No1’-এর মঞ্চে কেঁদে ফেললেন মা-দিদি

সম্প্রতি এবার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে এসে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার স্মৃতিচারণ করলেন তার মা শিখা শর্মা এবং দিদি ঐশ্বর্য্য শর্মা। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। মানুষও তাই, একদিন না একদিন সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তবে প্রিয় মানুষের চলে যাওয়া কখনোই মেনে নিতে পারেন না কেউ। বিশেষ করে যদি কেউ খুব কম বয়সেই সকলকে ছেড়ে চলে যান।
সেরকমটাই হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার ক্ষেত্রে। খুব কম বয়সেই শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন তিনি। তাকে হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিল তার পরিবার। তবে সময়ের সাথে সাথে নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করছেন তারা। আর এবার তাদের ছেড়ে চলে যাওয়া ‘মিষ্টি’র ইচ্ছেতেই উপস্থিত হয়েছিলেন ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে। এদিন অভিনেত্রীর মা এবং দিদি তার সম্পর্কে একাধিক তথ্য তুলে ধরেন এই মঞ্চে।
তার মা শিখা শর্মা জানিয়েছেন ঐন্দ্রিলার সাথে এই মঞ্চে আসার কথা ছিলো তার। কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। কিন্তু তিনি যে এসেছেন তাতেই খুশি হবে তার ‘মিষ্টি।’ তিনি এও জানিয়েছেন ঐন্দ্রিলা ছোট থেকেই ভীষণ দস্যি স্বভাবের ছিলেন। অন্যদিকে ঐশ্বর্য্য বলেন বয়সে ছোট হলেও ঐন্দ্রিলাই যেন দিদি ছিলো তার।
বোনকে রীতিমতো চোখে হারাতেন তিনি। তাইতো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মিলবে ঐন্দ্রিলার একাধিক ছবি। অন্যদিকে কিছুদিন আগেই তার মা ছোট মেয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ ৫ মাস হলো তুমি আমাদের একেবারে একা করে দিয়ে চলে গিয়েছো। সবসময় মনে হচ্ছে আজই সেই দিনটা। তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি চলে এসো।’