Aindrila Sharma: ক্যান্সারকে হারিয়ে দ্বিতীয় ‘দাদাগিরি’র পথে লড়াকু ঐন্দ্রিলা, সৌরভ গাঙ্গুলীর সঙ্গে মঞ্চ কাঁপাবেন অভিনেত্রী!

Advertisement

দেখতে দেখতে অন্তিমক্ষণ এসে দাঁড়িয়েছে “দাদাগিরি আনলিমিটেড সিজন নাইন” এর। দাদা সৌরভ গাঙ্গুলীর অসাধারণ সঞ্চালনা দেখতে দেখতে পার করে ফেলল নয়টি সিজন। ইতিমধ্যে গ্রান্ড ফাইনালের শুটিং শেষ হয়ে গেছে। যার ঝলক আমরা দেখতে পেয়েছি প্রমো ভিডিওতে। তবে তার আগেও রয়েছে বহু চমক দর্শকদের জন্য। গোটা সিজন জুড়ে নানান সেলিব্রিটিদের আনাগোনা ছিল এই দাদাগীরির মঞ্চে। এবার দাদাগীরির মঞ্চে দেখা যাবে টেলিভিশনের অন্যতম সাহসী ও জনপ্রিয় অভিনেত্রী “ঐন্দ্রিলা শর্মা”কে।

Advertisements

“ঐন্দ্রিলা শর্মা” নামটি সকলেরই চেনা। তার মতো অসম্ভব সাহস ও অসম্ভব মনের জোর হয়তো খুব কম মানুষের রয়েছে। একবার নয় দুবার যিনি জয় করেছেন মারণ রোগ ক্যানসারকে। সদ্যই সুস্থ হয়ে আবারো কাজের জগতে ফিরেছেন ঐন্দ্রিলা, তবে আবার দাদাগীরির মঞ্চে দেখা যাবে তার স্নিগ্ধ হাসি। খুব শীঘ্রই রিলিজ করা হবে সেই এপিসোড।

Advertisements

ঐন্দ্রিলা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দাদার সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে তাকে দেখা যাচ্ছে দাদাকে জড়িয়ে ধরতে এবং অপরটিতে দেখা যাচ্ছে দাদার সঙ্গে নাচ করতে। সুতরাং বোঝাই যাচ্ছে ইতিমধ্যে শুটিং শেষ এবং খুব শীঘ্রই এই পর্বটি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই এপিসোডটি দেখার জন্য।

আগামী 5ই জুন, রবিবার শেষ হতে চলেছে “দাদাগিরি আনলিমিটেড সিজন নাইন”। রবিবারের রাতে থাকছে নানা রকমের চমক দর্শকদের জন্য। ফাইনালের দিনটি নাচে গানে জমে যাবে তা বলার অপেক্ষা রাখে না। দাদাগিরি শেষ হয়ে যাওয়ায় অনেক দর্শকেরই মন খারাপ, তবে তার বদলে আসতে চলেছে “সারেগামাপা”। ইতিমধ্যে সারেগামাপার অডিশন শেষ হয়ে গেছে। তবে দাদাগিরর পরবর্তী সিজিন নিয়ে এখনও তেমন কিছু জানানো হয়নি কর্তৃপক্ষদের পক্ষ থেকে।

Related Articles