ভরা মঞ্চে দুর্দান্ত ‘১০০% লাভ’ গান গেয়ে তাক লাগালেন ‘অনুরাগের ছোঁয়া’র ভিলেন মিশকা, প্রশংসায় নেটিজেনরা

বর্তমান সময়ে স্টার জলসা (Star Jalsa)-র এক জনপ্রিয় ধারাবাহিক হল “অনুরাগের ছোঁয়া” (Anurager Chowa)। যে ধারাবাহিকে খলনায়িকা মিশকা (Mishka)-র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)-কে। রিল লাইফে দুষ্টু হলেও বাস্তবে কিন্তু পুরোটাই বিপরীত। প্রকাশ্য মঞ্চে এমনটাই জানিয়ে “১০০% লাভ” (100% Love) গান গেয়ে দর্শকদের মন জয় করলেন মিশকা ওরফে অহনা। তাঁর বাস্তব রূপ দেখে অবাক সকল দর্শক।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মিশকা (Mishka) ওরফে অহনা দত্ত (Ahona Dutta)-এর একটি স্টেজ পারফর্ম্যান্সের ভিডিও। সোজা শুটিং সেট থেকেই সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিশকা। ফলে এদিন মিশকা লুকেই দর্শকদের মন জয় করতে স্টেজে হাজির হয় মিশকা ওরফে অহনা।
ভিডিওটিতে দেখা যায় মিশকা (Mishka) চরিত্রের একেবারে বিপরীত অহনা (Ahona)। মঞ্চে হাজির হতেই দর্শকমহল থেকে একজন তাঁকে “আই লাভ ইউ” (I Love You) বলেন। তবে অভিনেত্রী তাঁর চরিত্র সম্পর্কে জানান, সিরিয়ালে নায়ক-নায়িকার ঘর ভাঙলেও বাস্তবে তিনি কারোর ঘর ভাঙেন না। এভাবেই দর্শকদের সাথে আড্ডায় মজেন মিশকা ওরফে অহনা।
আর তারপরেই “১০০% লাভ” (100% Love) সিনেমা টাইটেল ট্র্যাক গেয়ে দর্শকদের মন ভোলান মিশকা ওরফে অহনা। যা শুনে মন ভরে যায় দর্শকদের। ইতিমধ্যে ভিডিওটি নেটদুনিয়ায় পোস্ট হয়েছে “ASHIRBAD PHOTOGRAPHY” নামক Youtube চ্যানেল থেকে। তাঁর বাস্তবের ব্যবহার এবং গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা।
প্রসঙ্গত উল্লেখ্য, “অনুরাগের ছোঁয়া” (Anurager Chowa) ধারাবাহিকে অহনা খলনায়িকা মিশকার চরিত্রে অভিনয় করে সূর্য (Surya)-কে ভুল বুঝিয়ে লক্ষ যোজন দূরত্ব সৃষ্টি করেছে সূর্য-দীপা (Surya-Deepa)-র মধ্যে। তাদের মধ্যে এতটাই দূরত্ব সৃষ্টি করেছে যে, দীপার সন্তানকে নিজের সন্তান বলে এখনও মেনে নেননি সূর্য। তবে ধারাবাহিকে দর্শকদের কাছে মিশকা (Mishka) দুষ্টু হলেও, বাস্তবে কিন্তু অহনা (Ahona) দর্শকদের কাছে বেশ পছন্দের।