বিনোদন

‘অগ্নিপথ’ সিনেমার ঋত্বিকের ছোট্ট বোন এখন লাস্যময়ী যুবতী, গ্ল্যামার দেখলে চোখ ফেরাতে পারবেন না

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড ছবি ‘অগ্নিপথ’। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ঋত্বিক রোশন (Riwtik Roshan), অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে এর পাশাপাশি সিনেমায় ঋত্বিকের বোনের চরিত্রে একটি মেয়েকে অভিনয় করতে দেখা যায়। বেশ কিছু আবেগপ্রবণ দৃশ্যে দেখা গিয়েছে এই সিনেমায়। এই দৃশ্যগুলি চোখে জল আনতে বাধ্য করে দর্শকদের।

এখনও দর্শকদের কাছে জনপ্রিয় গান হল ‘অভি মুঝ মে কহিঁ’। এই গানের দৃশ্যে ঋত্বিককে দেখা যায় তার অনস্ক্রীন বোনের সঙ্গে আবেগপ্রবণ দৃশ্যে। সিনেমায় বোনের নাম ছিল শিক্ষা। এই গানে স্কুল পোশাকে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দাঁড়িয়েছিল ছোট্ট মেয়েটি। ছোট্ট বোনকে দেখে ঋত্বিকের চোখেও দেখা গিয়েছিল জল। এই দৃশ্য দর্শকদের চোখে জল আনতে বাধ্য করে।

শিক্ষার চরিত্রে অভিনয় করেন কনিকা। যখন ছবিটি মুক্তি পায় সেইসময় তার বয়স ছিল ১৫ বছর। দেখতে দেখতে কনিকা এখন বেশ বড় হয়ে গিয়েছেন। বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। ১৯৯৬ সালে ৯ই মার্চ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন কনিকা। বর্তমানে তিনি একজন ২৭ বছরের যুবতী। ‘অগ্নিপথ’ ছবিতে ‘শিক্ষা’র চরিত্রে অভিনয় করার জন্য অডিশন দেন ৭০০০ মেয়ে।

সেখান থেকে নির্বাচিত হন কনিকা। সরল হাসি দিয়ে সকলের মন জয় করে নেয় ছোট্ট মেয়েটি। কনিকা হলেন তুতো দিদি দিব্যাঙ্কা ত্রিপাঠির বোন। দিদির কাছ থেকে অভিনয় জগতে প্রবেশ করার ইচ্ছে জাগে তার। কনিাক বর্তমানে নানান ফটোশ্যুটের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন যা ভাইরাল হয়ে যায় নিমেষেই।