বিনোদন

বিয়ের ৬ মাস পেরোতেই স্বামী ভিকিকে গুড নিউজ দিলেন ক্যাটরিনা কাইফ! শোনামাত্রই উচ্ছ্বাসিত পরিবারের সদস্যরা

বলিউড তারকাদের ফ্যানবেজ ছড়িয়ে রয়েছে দেশ থেকে দেশান্তরে! প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন ও কার্যকলাপ সম্বন্ধে সর্বদাই জানতে আগ্রহী নেটিজেনরা আর সেই তারকাজুটি যদি ভিকি-ক্যাট হয় তাহলে তো আর কথাই নেই! বলিপাড়ার এই নবদম্পতিকে নিয়ে দর্শকদের মাঝে উৎসাহের শেষ নেই। মাত্র ছয় থেকে সাত মাস পূর্বে মিষ্টি প্রেম কাহিনী শেষে চার হাত এক হয়েছে তাদের। তবে এইবার ক্যাটরিনা কাইফ,ভিকিকে দিলেন তার বহুকাঙ্খিত সুখবর!

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেম কাহিনী থেকে বিয়ের পিঁড়ি অব্দি সবকিছুই ছিল দর্শকদের নখদর্পণে। বিশেষ করে বিবাহ পরবর্তী সময়ে ভিকি এবং ক্যাটরিনা কোথায় যাচ্ছেন কি করছেন সর্বদাই সামাজিক মাধ্যমে ভাইরাল হত অনুরাগীদের দৌলতে আর এইবার ভক্তগণের দৌলতেই ভাইরাল হলো ক্যাটরিনা কাইফের বেবি বাম্পের ছবি। অবশেষে বিয়ে 6 মাস পর ভিকিকে সুখবর দিলেন ক্যাটরিনা!

জানিয়ে রাখা ভাল আদতেও,প্রেগনেন্ট হননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ক্যাটরিনার যে বেবি বাম্পের ছবি আনাচে-কানাচে ঘুরছে তা শুধুমাত্র ফটোশপের কারসাজি। অতএব সেই সুখবরটি ঠিক কি? যা শুনে ভিকি কৌশল সহ ক্যাটরিনার শ্বশুরবাড়ির পরিবারবর্গ খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছেন? আদতে বিয়ের প্রস্তুতির জন্য রুপোলি পর্দা থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন ক্যাটরিনা। তবে সবকিছু সামলে ফের তিনি রুপোলি পর্দার শুটিংয়ের যোগদান করতে চান। একথা কৌশল পরিবারকে জানিয়েছেন পুত্রবধূ ক্যাটরিনা।

ক্যাটরিনা কাইফকে ফের সিনেমায় কাজ করতে দেখা যাবে একথা শুনে খুশি হয়েছেন অভিনেতা। শুধু তিনিই নন,পাশাপাশি খুশি হয়েছে কৌশল পরিবারের অন্যান্য সদস্যরা। তাই বর্তমানে হানিমুনফেজ কাটিয়ে সংসার সামলিয়ে লাইট-ক্যামেরা-একশন এর দুনিয়ায় ফিরতে চলেছেন সারাদেশের হার্টথ্রব ক্যাটরিনা কাইফ! বলাবাহুল্য,এই খবর শুনে রীতিমতো খুশিতে গদগদ ক্যাটরিনা অনুরাগীরা!