বিনোদন

ভিকি কৌশলকে বিয়ে করার পর শ্বশুরবাড়িতে এইভাবে রাত কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ, এই বড় কারণের জন্য

ক্যারিয়ারের প্রথমার্ধে বেশ কিছু ছবি ফ্লপ দিলেও পরবর্তীতে নিজের হাটকে স্টাইল স্টেটমেন্ট এর জন্য সারা দেশবরেণ্য অভিনেত্রীতে পরিণত হয়েছেন ক্যাটরিনা কাইফ। অভিনয় দক্ষতা ও ফেসভ্যালুর জেরে সারা দেশের একজন প্রথমসারির গণ্যমান্য অভিনেত্রী হিসেবে ধার্য করা হয় তাকে। মাস কয়েক আগে বলিউডের অন্যতম প্রখ্যাত অভিনেতা ভিকি কৌশলের সাথে সাতপাকে আবদ্ধ হয়েছেন তিনি।

ইতিমধ্যেই এই নবদম্পতি হানিমুন সেরে চুটিয়ে শুরু করেছে নিজেদের নতুন সংসার। তবে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে লাইমলাইটে এসে চলেছে বিবাহ পরবর্তী জীবনে ক্যাটরিনা কাইফের নানান অসুবিধার কাহিনী। আর পাঁচজন নবদম্পতির মতো তাদের মধ্যে কলহ থাকলেও ভালোবাসাটা কিন্তু বেশ গাঢ় আর সেই কারণে সবকিছু ছাপিয়ে ভালোবাসাটাই প্রাধান্য পেয়েছে বরাবর।

একজন সুপারস্টার হিসাবে ভিকি কৌশলের থেকে ক্যাটরিনা কাইফের স্থান অনেক উপরে থাকায় তাদের প্রফেশনাল লাইফ নিয়ে দাম্পত্যজীবনে রয়েছে দরকষাকষি। এছাড়াও জানা যাচ্ছে,শাশুড়ি মায়ের সাথেও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বৌমা-শাশুড়ির নিরিখে খুব একটা সুমিষ্ট নয়। জানা যায় ক্যাটরিনা কাইফ তার শাশুড়ি মার আবাসনে বসবাস করেন না বরং মুম্বাইয়ের বিলাসবহুল ভাড়া বাড়িতে অবস্থান করেন।

আজ্ঞে,কোন সাংসারিক কলহ নয় বরং ক্যাটরিনা কাইফের শাশুড়ি মা তাকে নিজের মেয়ের মত করেই দেখেন এবং তার প্রফেশনাল লাইফে কোন রকম যাতে অসুবিধা না হয় সেই কারণে সুবিধামতো লোকেশনে স্বামী ভিকি কৌশলকে নিয়ে সুখী গৃহকোণ গড়ে তুলতে সাহায্য করেছেন। ফলতঃ নববধূ ক্যাটরিনা সারা সর্বক্ষণ শাশুড়ি মার ছায়ায় থাকতে না পারলেও প্রত্যহ একে অপরের সাথে ভিডিও কল কিংবা ফোনে যুক্ত থাকেন। সব মিলিয়ে বর্তমানে ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নবদাম্পত্য চরম সুখকর!