ছোট পর্দা অতীত! এবার বড় পর্দায় অভিনয় করতে চলেছেন এই জী কন্যা

বিনোদন জগতের এক পরিচিত মুখ হল অন্বেষা হাজরা (Anwesha Hazra)। যাঁকে জি বাংলা (Zee Bangla)-র “এই পথ যদি না শেষ হয়” (Ei poth Jodi Na Sesh Hoy) ধারবাহিকে উর্মি (Urmi) চরিত্র দেখা হয়েছিল। যাঁর চরিত্র দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল।তবে বর্তমানে ছোট পর্দার কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না উর্মি ওরফে অন্বেষাকে। ফলে মুখভার অন্বেষা ভক্তদের। তবে এর মাঝেই এক বিরাট খবর দিলেন উর্মি হরফে অন্বেষা। যা শুনে বেজায় খুশি ভক্তমহল।
প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিকের উর্মি-সাত্যকি (Urmi-Satyaki) জুটি দর্শকদের মনে বেশ প্রভাব ফেলেছিল। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর সাত্যকি ওরফে ঋত্বিক (Writtik)-কে নতুন সিরিয়ালে দেখা গেলেও, দেখা পাওয়া যাচ্ছে না উর্মি হরফে অন্বেষার। কিন্তু কেন? তাঁকে কি ছোট পর্দার কোনো কাজে নেওয়া হচ্ছে না, নাকি আছে বড় কোনো চমক?
সম্প্রতি দর্শকদের এর বিরাট চমক দিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)। আর ছোট পর্দা নয়, এবার বড় পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। খুব শীঘ্রই ‘চিনি’ (Chini)-র সিক্যুয়েল নিয়ে দর্শকদের চমক দিতে চলেছেন উর্মি ওরফে অন্বেষা। যে ছবির পরিচালক হলেন মৈনাক ভৌমিক (Mainak Bhowmik)।
বড় পর্দায় আসা নিয়ে কী অভিমত প্রকাশ করলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)? উর্মি হরফে অন্বেষা জানিয়েছেন, তাঁর খুবই ভালো লাগছে। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে, তাঁর কাছে কাজটা কাজের মতো যেমন টেলিভিশনে, তেমনই সিনেমায়। তবে অবশ্যই তাঁর সিনেমার কাজ খুব ভালো লাগছে। যে টিমে কাজ করতে চলেছেন সেই টিমটাও খুব ভালো বলে জানিয়েছেন অন্বেষা হরফে উর্মি।
প্রসঙ্গত, মৈনাক ভৌমিক পরিচালিত বাংলার এক জনপ্রিয় সিনেমা হল ‘চিনি’ (Chini)। যে সিনেমায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), মধুমিতা সরকার (Madhumita Sarkar), সৌরভ দাস (Sourav Das) সহ আরো অনেককে। তবে নির্মাতারা ‘চিনি টু’ ছবির পরিকল্পনা করছেন। আর সেই ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন উর্মি (Urmi) হরফে অন্বেষা (Anwesha)। সেই ছবির একটি পোস্টারও নেটদুনিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী অন্বেষা। তবে নির্মাতাদের নির্দেশ অনুসারে তাঁর চরিত্র কেমন হবে তা প্রকাশ করেননি উর্মি। তবে তিনি এটুকু বলেছেন যে, মুখ্য চরিত্রে মধুমিতাই থাকবেন। অন্যদিকে তাঁর চরিত্রটাও খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন উর্মি হরফে অন্বেষা।