MITHAI: শ্যুটিং সেটে গুরুতর আহত হলেন ‘সিদ্ধার্থ’ আদৃত, চিন্তায় ভক্তরা

শ্যুটিং সেটে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সকলের প্রিয় ‘উচ্ছেবাবু’ অর্থাৎ আদৃত রায়! যার ফলে বেশ কয়েকদিন ধারাবাহিকে দেখা যায়নি তাকে। এই কারণে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন দর্শকেরা। তবে সুস্থ হয়ে ফিরে এসেছেন তিনি। যে খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে দিয়েছেন এই অভিনেতা। টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘মিঠাই’।
খুব কম সময়ের মধ্যে এই ধারাবাহিকটি সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছে। টিআরপির দিক দিয়েও একসময় শ্রেষ্ঠ স্থান দখল করেছিল ‘মিঠাই’। যদিও এখন আর শীর্ষস্থানে সেটিকে দেখা যায় না। তবে জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। অন্যদিকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিলো না আদৃতকে। জানা গিয়েছে, শ্যুটিং সেটে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি।
এই কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমাদের সকলের জন্য ফিরে এলাম। আপনারা যে উদ্বেগ দেখিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। যারা আমার আরোগ্য কামনা করেছেন তাদেরকেও ধন্যবাদ। সকলকে অনেক ভালোবাসা। অনেকদিন পর ফটোশ্যুট করছি। কারণ, ভেবেছিলাম যে একটু রোগা হয়েছি।’
এছাড়া সেই পোস্টে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় থাকার কথা জানিয়েছেন আদৃত। তার এই পোষ্ট দেখার পর খুশির জোয়ার অনুরাগীমহলে। কেউ যেমন লিখেছেন, ‘খুব মিস করছিলাম তোমায়। তুমি যে সুস্থ হয়ে ফিরে এসেছো এতেই শান্তি। গোপাল তোমায় অনেক ভালো রাখুন।’ আর একজন আবার লিখেছেন, ‘অমাবস্যার চাঁদ কোথা থেকে উদয় হলো এই মাঝরাতে?’