প্রেমে হাবুডুবু খাচ্ছেন উচ্ছেবাবু, অবশেষে নিজেই মনের মানুষের নাম বললেন আদৃত!
অবশেষে প্রেমের কথা স্বীকার করে নিলেন টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। এই অভিনেতাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। প্রথম ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘মিঠাই’ ধারাবাহিকের সিদ্ধার্থকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। টিআরপির দিক দিয়ে এই ধারাবাহিক যেমন জনপ্রিয়তার শীর্ষে ছিলো, তেমনি দর্শকদের মাঝে সমান ভালোবাসা পেয়েছেন আদৃত।
ধারাবাহিকে গল্পের পরিবর্তনের কারণে তিনি এখন দুই ছেলে-মেয়ের বাবা। কিন্তু অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন ‘উচ্ছেবাবু’র গুরুত্ব এখনো কমেনি। আর তার মহিলা অনুরাগীদের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। তবে সকলের মনে একটাই প্রশ্ন বাস্তব জীবনে কার নায়ক তিনি? সম্প্রতি তারই উত্তর দিয়েছেন তিনি। অন্যদিকে কয়েক মাস আগে প্রেমিকা হিসেবে তার নাম উঠে এসেছিল কৌশাম্বী চক্রবর্তীর।
যদিও তাকে তিনি বেস্ট ফ্রেন্ড হিসেবেই দাবী করতেন। এমনটাও মনে করা হয় এক সময় আদৃত, কৌশাম্বির সঙ্গে সৌমিতৃষার ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। বর্তমানে সেই গুঞ্জন অনেকটাই কমে গিয়েছে। এবার তিনি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন সকলের কাছে। আসলে ‘ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষ্যে একটি সাক্ষাৎকারে তিনি নিজের প্রেমিক সত্ত্বাকে তুলে ধরেছিলেন।
তাকে প্রশ্ন করা হয়েছিল প্রেমিক হিসেবে আদৃত কেমন? যার উত্তরে তিনি বলেন, ‘যার সাথে প্রেম করছি সেই এটা ভালো বলতে পারবে। তবে ওর মতে আমার মতে প্রেমিক আর হয় না।’ এরপর তিনি বলেন মাঝে তার মনে হয় এভাবে রিয়াক্ট না করলেই হয়তো ভালো হতো। তবে এখন তার মতে এসব প্রশ্ন অন্য মানুষটাকে জিজ্ঞেস করাই ভালো। সেই বলতে পারবে আদৃতকে সে কীভাবে সহ্য করে। যার দ্বারা এটাই স্পষ্ট তিনি যে প্রেম করছেন তা স্বীকার করে নিয়েছেন। যদিও প্রেমিকার নাম প্রকাশ্যে আনেননি তিনি।