Adrit Roy: মিঠাইয়ের পর এই সিরিয়ালে ফিরছেন উচ্ছেবাবু! আদৃতের ভক্তদের জন্য এলো দারুন সুখবর

Adrit Roy: ‘মিঠাই’ ভক্তদের জন্য স্বস্তির খবর! কারণ, তাদের প্রিয় উচ্ছেবাবুকে তারা আরও একটি ধারাবাহিকে দেখতে চলেছেন এমনটাই জল্পনা চলছে। বিগত বহুদিন ধরেই শোনা যাচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই স্টুডিওপাড়াতে কানাঘুষো শুরু হয়েছে ধারাবাহিকটি শেষের পর্যায়ে পৌঁছে গিয়েছে। জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আরো একটি ধারাবাহিক আসতে চলেছে।
অনুমান করা হয়েছিল ‘ফুলকি’ নামক এই ধারাবাহিকটি মিঠাই’এর জায়গা নেবে। তবে সম্প্রতি নতুন ধারাবাহিকটির স্লট ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখান থেকেই জানা যাচ্ছে ছটা নয় বরং রাত দশটার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। অন্যদিকে ‘মিঠাই’ ধারাবাহিকের ভক্তদের মন খারাপ হয়ে গিয়েছে।
কারণ, বিগত দুই বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। দীর্ঘ সময় পর্যন্ত টিআরপির দিক দিয়ে সেটা শীর্ষস্থান দখল করেছিল। বর্তমানে যদিও শীর্ষস্থান নেই তবে জনপ্রিয়তা যেন বিন্দুমাত্র কমেনি। তাইতো ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও তার কলাকুশলীদের অন্য ধারাবাহিকে দেখতে চান দর্শকেরা। এরই মধ্যে আবার নতুন একটি খবর শোনা গিয়েছে।
View this post on Instagram
মনে করা হচ্ছে ‘মিঠাই’ শেষ হওয়ার পর আদৃত রায়কেই ‘ফুলকি’ ধারাবাহিক দেখা যাবে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ফুলকি’র প্রোমো। সেখানে এক নবাগতা নায়িকাকে দেখা গিয়েছে। যদিও সেখানে নায়কের ভূমিকায় কে রয়েছেন তা প্রকাশ্যে আনা হয়নি। মনে করা হচ্ছে এখানেই আদৃতকে দেখা যাবে। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।