মিঠাই উধাও, উচ্ছেবাবুর বার্থডে পার্টিতে বিশেষ আয়োজন করলেন ‘দিদিয়া’ কৌশাম্বী!

আদৃতের জন্মদিনে সকল কলাকুশলীরা উপস্থিত থাকলেও ছিলেন না মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু! যা দেখার পর সকলেই মনে করছেন হয়তো কৌশাম্বী ছিলেন বলেই সেখানে যাননি সৌমিতৃষা। আসলেই কি তাই? আসুন তাহলে জেনে নেওয়া যাক। গত ২৫ শে মে জন্মদিন ছিল সকলের প্রিয় সিদ্ধার্থ অর্থাৎ আদৃতের। জন্মদিন সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কৌশাম্বী।
যেখানে দেখা যায় এক হাত দিয়ে ধরে রেখেছেন তার মা’কে এবং আরেক হাতে ধরে রয়েছেন কৌশাম্বীকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘যারা তোমায় জানে না ঠিক তাদেরও ভালো হোক। শুভ জন্মদিন আদৃত রায়। অনেক অনেক শুভেচ্ছা রইলো। অনেক দূর চলা বাকি আছে।’ যা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া সকলের মধ্যে।
যেমন কেউ লিখেছেন, ‘এবার তো নিজেদের সম্পর্কের কথা স্বীকার করুন।’ আবার কেউ বলেছেন, ‘আপনারা বিয়ে কবে করছেন?’ তবে এই ছবি দেখার পর বেজায় চটে গিয়েছেন সৌমিতৃষার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘এসব পোস্টে দর্শকদের খোঁচা দিয়ে ক্যাপশন। আর কী চেনা বাকি আছে তোমাদের? যারা মানুষকে সম্মান করতে শেখেনিন এসব দেখেই বোঝা যায় তোমাদের মনটা ঠিক কেমন।’
অন্যদিকে এদিনের অনুষ্ঠানে সকলে উপস্থিত ছিলেন। ছিলেন মিঠাইয়ের নতুন-পুরনো সমস্ত কলাকুশলীরাই। তবে সেখানে মিঠাইকে দেখা যায়নি। আসলে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি কাজ থেকে বিরতি নিয়েছেন। হয়তো সে কারণে তিনি উপস্থিত হতে পারেননি। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘মিঠাই’। আর এই জন্মদিন একপ্রকার রিইউনিয়ন ছিল সদস্যদের।