কালারফুল মনোকিনিতে এমন পোজ ‘মৌ’ অদ্রিজার, ‘উষ্ণ জলপরী’র তকমা পেলেন অভিনেত্রী
বলিউডের মতন টলিউডেও ছুটি কাটাতে মালদ্বীপ পছন্দ করেন তারকারা। মালদ্বীপের নীল জলরাশির মাঝে কয়েকদিনের জন্য হারিয়ে যেতে দেখা যায় তারকাদের। তেমনই সম্প্রতি মালদ্বীপে উড়ে গেলেন টলিউড অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। মাল্টি কালারের বিকিনিতে নীল জলরাশির মাঝে মজা করছেন তিনি। আর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
সেই ছবিতে দেখা গিয়েছে নীল জলে ডুবে যাচ্ছেন তিনি। চোখে রোদচশমা এবং মনোকিনিতে নীল জলরাশির মধ্যে ডুবে নির্জন দ্বীপের মাঝে ছবি তুলেছেন অভিনেত্রী। কোমর পর্যন্ত নীল জল মাখিয়ে নিয়েছেন। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, দিগন্ত নীল। অদ্রিজার এই পোস্ট মূহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অভিনয় জগতের জনপ্রিয় তারকা তিনি। যদিও বর্তমানে তিনি মুম্বাইয়ের হিন্দি ধারাবাহিকে কাজ করছেন। বাংলা টেলিভিশনে ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকে অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কালার্স চ্যানেলে ‘দুর্গা অউর চারু’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি চারু চরিত্রে অভিনয় করছেন।
বাংলা থেকে এখন হিন্দি ধারাবাহিকে অভিনয়ের পর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান ছবির মধ্যে দিয়ে বোল্ড অবতারে নিজেকে ধরা দেন অভিনেত্রী। দেশ বিদেশে ঘুরতে ভালোবাসেন অভিনেত্রী। এবার মালদ্বীপ থেকে নানান মূহুর্তের ছবি ভাগ করে নিলেন সকলের সঙ্গে।