Super Hit হিন্দি গানের সুরে গিটার বাজাতে ব্যস্ত ছোট্ট আদিদেব, মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন ‘রান্নাঘরের রাণী’ সুদীপা চট্টোপাধ্যায়
সুদীপা চট্টোপাধ্যায় আর সুদীপা মানেই রান্নাঘর। নিত্যনতুন রান্না আর সুন্দর সঞ্চাচলা তাকে পৌঁছে দিয়ে দর্শকদের এক্কেবারে কাছে। আর তাইতো তার রান্নাঘর রান্না হোক বা তার ড্রয়িংরুমে তার ছোট্ট খুঁদের কীর্তি হোক সব দেখতেই আগ্রহী থাকেন দর্শকগন।
ইতিমধ্যে দেখতে দেখতে রান্নার রানীর পুত্র আদিদেব পার করে ফেলেছে তিনটি বছর। তবে এরমধ্যেই মায়ের সাথে সুন্দর রান্নার করার ট্রেনিং নিয়ে ফেলছে সে। মায়ের সাথে রান্নাঘরে এসে বানিয়ে ফেলেছে পমফ্রেট। মায়ের হাতে হাতে সব এগিয়ে দিয়ে দর্শকদের নজর কেড়েছে ছোট্ট আদি।
আদির এই গুন তো প্রকাশ্যে এসেছেই তবে এবার ছোট্ট খুঁদে ফের চলে এসেছে লাইমলাইটে। পমফ্রেট মাছ রাঁধার পর এবার তার নতুন শখ গীটার বাজানো। গানের তালে তালে গীটার বাজিয়ে সুর তুললো আদি।
কি অবাক হচ্ছেন!! সম্প্রতি ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন সুদীপা যেখানে দেখা যাচ্ছে মাথা দুলিয়ে দুলিয়ে বেশ সুন্দর গীটার বাজাচ্ছে খুঁদে আদি। তবে অবশ্যই খেলনা গীটারেই সে সুর তোলার আপ্রান প্রয়াস করেছে। আর তার গানের শ্রোতা হলো তার পোষ্য দুই সারমেয় দাদা। যারা আদিবের বাজানো সুর বেশ মন দিয়ে শুনছে।
আসলে গীটার বাজানোর ভিডিও রেকর্ড করে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সুদীপা জুড়ে দিয়েছে এক আইকনিক গান “পাপা কেহেতা হ্যায়”। আর ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সুদীপা লিখেছেন আদিদেবের নতুন ভালোবাসা। ছোট্ট আদির এই মিষ্টি ভিডিও ইতিমধ্যে মন জয় করে নিয়েছে দর্শকদের।