বিনোদনভাইরাল ভিডিও

‘পানি পানি হো গায়ি’, অ্যাওয়ার্ড মঞ্চে দুর্দান্ত বেলি ডান্স করে স্টেজ কাঁপালেন ‘পিহু’ সৃজলা, ভাইরাল ভিডিও

মডেলিং দিয়ে শুরু হলেও বর্তমানে তিনি ছোটপর্দার পরিচিত মুখ। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মনফাগুন-এ পিহুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যে দর্শক মনে ছাপ ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। পিহু ওরফে সৃজলা গুহর অকৃত্রিম অভিনয়, নায়কের সাথে তার কেমেস্ট্রি দর্শকদের ভীষণ প্রিয়। তবে আপনি কি জানেন ভালো অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও বটে।

মাঝেমাঝেই নিজের একাধিক রিল ভিডিও শেয়ার করে ভাইরাল হন তিনি। মাঝেমাঝে নাচ করতে দেখা গেলেও এইবার স্টার জলসার মঞ্চে নাচে ঝড় তুলেছেন পিহু। তিনি যে এতটা সুন্দর নাচ করতে পারেন তা আগে জানা ছিল না অনুরাগীদের।

কিছুদিন আগেই ছিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। সেখানেরই তার একটি সোলো পারফরম্যান্সের ভিডিও প্রকাশ‍্যে এসেছে যেখানে বাদশার “পানি পানি” গানের তালে মঞ্চে উষ্ণতা ছড়াতে দেখা গেল তাকে। তার প্রতিটি স্টেপ যেন হটনেস অ্যালার্ট জারি করেছে। এককথায় তিনি হয়ে উঠেছেন জ‍্যাকলিন ও নোরা ফাতেহির সংমিশ্রণ। “পানি পানি” গানে তার এক্সপ্রেশন মনে করাচ্ছে জ‍্যাকলিনের কথা আর বেলিডান্সে তিনি যেভাবে কোমরে হিল্লোল তুলেছেন তা যেন নোরা ফাতেহি লাইট।

অভিনয়ের পাশাপাশি নাচেও যে তিনি যথেষ্ট দক্ষ তা প্রমান করে দিয়েছেন সৃজলা। এদিন তার পরনে ছিল গোলাপি রঙা স্লিট স্কার্ট ও ক্রপ টপ। উন্মুক্ত নাভি ও উরুতে বোল্ড লুকে দূর্দান্ত ডান্স পারফরম্যান্স করে অভিনেত্রী সকলের নজর কেড়েছেন। পিহু ওরফে সৃজলার এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।