লাল স্লিট স্কার্টে দুর্দান্ত বেলি ডান্স করে মঞ্চ কাঁপালেন ‘খড়ি’ শোলাঙ্কি, ভাইরাল ভিডিও

নরমে গরমে সম্পর্কের রসায়নে ঋদ্ধি-খড়ির জুটি এককথায় দর্শকদের মন জয় করার মাধ্যমে এই মুহূর্তে স্টার জলসার এক নম্বর ধারাবাহিকর হিসাবে শুরু থেকেই চ্যানেল সেরার শিরোপা নিজের মাথায় অব্যাহত রেখেছে। “গাঁটছড়া” ধারাবাহিকটিতে খড়ি চরিত্রে সোলাঙ্কি রায় এর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। সম্প্রতি “স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ মঞ্চে পর্দার খড়ি চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বিভিন্ন অবতারের মঞ্চে হাজির হয়ে নেট দুনিয়ায় ভাইরাল হলেন সোলংকি।
এদিন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে থাই স্লিট স্কার্ট এবং মানানসই ব্লাউজের লাল রঙের সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। তবে শুধু চরিত্রের সাজই নয়,পর্দার মেজাজ থেকে দূরে গিয়ে, বিপরীতে গিয়ে নোরা ফাতেহির “কুসু কুসু” ও জানভি কাপুরের “লেটস দা মিউজিক প্লে “গানে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স ডেলিভার করতে দেখা যায় অভিনেত্রীকে। বলাবাহুল্য মিষ্টি অভিনেত্রীকে এমন অবতারে দেখে রীতিমত অবাক হয়েছিলেন দর্শকেরা।
তবে এদিন মঞ্চে তিনি শুধু একাই নন সাথে নেচেছিল “গাঁটছড়া” ধারাবাহিকের অন্যান্য সদস্যবৃন্দদের টিম। এভাবেই একত্রে ডান্স পারফরম্যান্স দিতে দেখা যায় তাদের। সম্প্রতি ইনস্টাগ্রামে “গাঁটছড়া অফিশিয়াল” নামক একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা এই সম্পূর্ণ পারফরম্যান্সের ভিডিও তে অভিনেত্রী প্রশংসায় রয়েছে হাজার হাজার কমেন্ট।
একসময় বিক্রম চক্রবতির বিপরীতে “ইচ্ছেনদী” ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল টেলি পাড়ায়। দর্শক মহলে তাদের রসায়ন পরবর্তীতে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে একসময় পর তারা একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিবাহ পরবর্তী দীর্ঘ বিরতির পর “মন্টু পাইলট” এবং “পাপ’ নামক ওয়েব সিরিজের মাধ্যমে ফের বিনোদন জগতে কামব্যাক করেছিলেন সোলাঙ্কি। এই মুহূর্তে গৌরব চ্যাটার্জীর সাথে কাজ করলেও খুব শীঘ্রই তাকে বাবা “বেবিও” ছবিতে জিতের বিপরীতে অভিনয় করতে চলেছেন এই নব প্রজন্মের বঙ্গ ললনা!