ব্লাউজ না পরেই ক্যামেরার সামনে এলেন ‘খড়ি’ শোলাঙ্কি, ‘শরীর দেখিয়ে কি মজা পাও’? কটাক্ষ নেটিজেনদের
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ গুলির মধ্যে অন্যতম হলেন শোলাঙ্কি রায়। ধারাবাহিকের সাথে সাথে বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে তাকে। “কাদম্বরী” ধারাবাহিক থেকে শুরু করে “মন্টু পাইলট”, তার সুদক্ষ অভিনয় দিয়ে মন জয় করেছেন হাজার দর্শকের। সম্প্রতি তাকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “গাঁট ছড়া”তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। যেখানে “খড়ি” চরিত্র দিয়ে সকলের মন জয় করেছেন তিনি।
অভিনয়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় নানা ছবি শেয়ার করে থাকেন তিনি। তার স্নিগ্ধ লুকে বুদ হন অনেকেই। যদিও টেলিভিশনের পর্দায় বেশিরভাগই তাকে শাড়ি অথবা সালোয়ারেই দেখতে পাওয়া যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে নানা রকম পোশাকে ধরা দেন এই অভিনেত্রী। তবে এই পোশাকের জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।
অভিনেত্রী তার দৈনন্দিন জীবনযাত্রার নানা নিদর্শন তুলে ধরেন তার সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যে ফটোশুটের নানা লুকে ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। তেমনি সম্প্রতি তার ছবিটি ঘিরে শুরু হল বিতর্ক। যদিও ছবিটিতে তাকে দেখা যাচ্ছে শাড়ি পড়ে কিন্তু আসল সমস্যা তৈরি হয়েছে অন্য কারণে। তিনি শাড়ি পরলেও,পরেননি ব্লাউজ। আর তার উন্মুক্ত পিঠ বিতর্ক ছড়িয়েছে নেটপাড়ায়। নেটিজেনরা নানান কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে।
অভিনেত্রী পোস্টটির কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায়, তার অনুরাগীদের মধ্যে অনেকেই তাকে এই ভাবে দেখতে নারাজ। অনেকে কমেন্ট করেছেন, “আমি তোমার কাছে এটা আশা করিনি”, তো আবার অনেকে কমেন্ট করেছেন “এসব ড্রেস তোমায় মানায় না মেঘলা রানী”। সুতরাং বোঝাই যাচ্ছে অনেকেই তাঁকে এই ভাবে দেখতে চান না। আবার তার অনেক অনুরাগী তাকে এই ধরনের লুকে দেখে মুগ্ধ। অনেকে তার এই লুকের প্রশংসা করেছেন। সুতরাং সব মিলিয়ে অভিনেত্রী বেশ বিতর্কের মধ্যেই রয়েছেন।