রাতের পর রাত ঐশ্বর্যকে ঘুমোতে দেন না অভিষেক! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী

অভিষেককে নিয়ে অখুশি ঐশ্বর্য, আর সেই জন্য রাতের পর রাত জাগতে হয় ঐশ্বর্যকে। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন নামজাদা অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বচ্চন পরিবারের সবাই খুবই বিখ্যাত ঐশ্বর্য রাই এর শ্বশুরমশাই অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) বলিউডের ‘শাহেনশা’ বলা হয়ে থাকে। এই বচ্চন পরিবারের প্রতি জনসাধারণের কৌতূহল সর্বদাই বেশি থাকে। তাদের পরিবারের কি চলছে, তারা সবাই কোথায় একসাথে ঘুরতে যাচ্ছেন, কার সাথে কার সম্পর্ক ভালো ইত্যাদি নিয়ে মাথা ব্যাথা তাদের ভক্তদের।
ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চনও (Abhishek Bachchan) বলিউডের একজন খ্যাতনামা অভিনেতা। তিনি ‘পা’, ‘দশ’, ‘বান্টি ওর বাবলি’ ইত্যাদি সুপারহিট সিনেমাগুলিতে অভিনয় করেছেন। ২০০৭ সালের বিশাল নিরাপত্তাসহ খুব ধুমধাম করে অভিষেক ও ঐশ্বর্য এর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পরও ঐশ্বর্য বেশ কিছু কাজ করেন। তবে ২০১১ সালে মা হওয়ার পর তিনি এক প্রকার অভিনয় জগত থেকে ছুটি নিয়ে নেন। তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মায় যার নাম আরাধ্যা। ঐশ্বর্য এবং অভিষেক সেই ২০০৭ সাল থেকে একসঙ্গে সংসার করছেন। এখনো পর্যন্ত তাদের মধ্যে কোন বিচ্ছেদ বা সম্পর্কে টানাপোড়নের খবর প্রকাশ্যে আসেনি।
তবে এক সংবাদ মাধ্যমের ঐশ্বর্য তার বেশ কিছু দুঃখের কথা শেয়ার করেছিলেন অভিষেককে নিয়ে। অভিষেক ঐশ্বর্যর সঙ্গে যা যা করেছেন, তা শুনলে অবাক হবেন আপনিও। আমরা হয়তো বড় বড় তারকাদের জীবন সম্পর্কে অনেকগুলো গম্ভীর ধারণা করে থাকি। কিন্তু তারাও যে আসল জীবনে আমাদের মত সাধারণ মানুষের মতোই অনেক আচার ব্যবহার করে থাকে, তা আমরা কখনোই ভেবে উঠতে পারি না।
এক সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে ঐশ্বর্য রাই বলেছিলেন যে, অভিষেক এমনিতে খুব ভালো। তবে তিনি রেগে গেলে তার রাগ ভাঙ্গাতে ঐশ্বর্য রাই এর প্রায় কাঠখড় পোড়াতে হয়। এমনকি ঐশ্বর্য রাই এর সারা রাত পর্যন্ত লেগে যায় অভিষেকের রাগ ভাঙাতে। এমন অনেক দিন গেছে যে, রাতে ঘুমোতে পারেননি শুধুমাত্র তার স্বামীর মানভঞ্জন এর জন্য। তাই ঐশ্বর্য রাই একটু দুঃখিত। তবে এটা যে তিনি মজা করেই সকলকে জানিয়েছেন তা বেশ বোঝা যাচ্ছে।