প্রথম স্ত্রী বাতিলের খাতায়! এবার টলিউডের এই সুন্দরীর সঙ্গে দ্বিতীয় বিয়ে করতে চলেছেন অভিনেতা আবির
এবার নতুন করে সংসার বাঁধতে চলেছেন টলিউড অভিনেতা আবির চ্যাটার্জী (Abir Chatterjee)। অভিনেতা বিয়ে করেছেন বেশি দিন নয়, এরই মাঝে ঘর ভাঙার খবরে গুঞ্জন শুরু হয়েছে চারিদিকে। শোনা যাচ্ছে, প্রথম পক্ষের স্ত্রী-এর সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে। জানা যাচ্ছে, দ্বিতীয় পক্ষের স্ত্রী নাকি প্রথম পক্ষের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। এমনটা শুনে চমকে গেলেন তো!
এই বিয়ের ঘটক হিসেবে দায়িত্বে থাকছেন অর্জুন দত্ত। কিন্তু কেনই বা প্রথম স্ত্রী-এর সঙ্গে বিবাহবিচ্ছেদ করছেন অভিনেতা! তবে এই ঘটনাগুলি কোনোটিই বাস্তবে নয়, সবটিই হতে চলেছে সিনেমার পর্দায়। পর্দায় এবার দ্বিতীয়বার বিয়ে হতে চলেছে আবিরের। আর সেই ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক অর্জুন দত্ত। জানা গিয়েছে, এই ছবির নাম ডিপ ফ্রীজ।
এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে আবিরকে। যদিও ছবির বিষয়ে বিশেষ কিছুই জানা যায়নি। ছবিতে আবিরের প্রাক্তন স্ত্রী-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে (Tanushree Chakraborty)। যদিও দ্বিতীয় স্ত্রী কে হবেন তা প্রকাশ্যে আসেনি। যদিও সিনেমার এমন অদ্ভুত নাম নিয়েও বেশ গুঞ্জন শুরু হয়েছে।
ডিপ ফ্রীজ নাম হওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে, ছবিতে যে সম্পর্ক দেখানো হবে তা আদতে এক ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে। তাই সিনেমার নামকরণ এমন রাখা হয়েছে। অর্জুন দত্তের এই নতুন ছবির গান পরিচালনার দায়িত্বে থাকবেন সৌম্যঋত। তবে গান কে গাইবেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। সকলেই এই ছবি নিয়ে বেশ আশাবাদী।