বিনোদন

বাঙালীর হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়ের জীবনের স্পেশ্যাল মানুষ কে জানেন? রইল তাঁর ছবি

আবিরের এই অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা চলতেই থাকে।

বাঙালির হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়। অভিনয়ের সাথেই তাঁর লুকস নিয়েও চর্চা চলে টলিপাড়ায়। তাঁর অনুগামীর সংখ্যায় নেহাত কম নয়। ২০০৬ সালে তাঁর অভিনয় জগতে প্রবেশ। পরিচালক অমিত দত্তের হাত ধরে ‘রবিবারের বিকেলবেলা’য় প্রথম অভিনয় করেন আবির। আর তাঁর জীবনের টার্নিং পয়েন্ট হল ২০০৯ সালের ‘ক্রস কানেকশন’ সিনেমাতে অভিনয়। এরপর ধীরে ধীরে বাঙালীর অন্দরে প্রবেশ করেছেন তিনি।

তাঁর কেরিয়ার গ্রাফ কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী। যে কোনো চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য। তা সে আর্ট ফিল্ম হোক কিংবা কমার্শিয়াল ফিল্মি হোক। তবে জানেন কি? আবিরের এই অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা চলতেই থাকে। তাঁর পারিবারিক জীবন নিয়েও আলোচনা হয়।

আবির চট্টোপাধ্যায় বিবাহিত, সেই খবর অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তিনি ক্যামেরার সামনে এতটা সাবলীল, তবে তাঁর স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করেন না, তাই এই জুটিকে খুব কমই ক্যামেরার সামনে দেখা যায়। তাঁদের দুজনের মধ্যে দারুন সম্পর্ক। কোনোরকম ঝগড়া-ঝাটিও হয় না। একটা সাক্ষাৎকারে আবির তাঁর স্ত্রীর সম্পর্কে বলেছিলেন যে ‘সম্পর্কটা সেলিব্রেট করতে মাঝে-মাঝে ঝগড়া করি। তবে বেশিক্ষণ থাকে না সে ঝগড়া।’

বহুদিনের দাম্পত্য জীবন তাঁদের। অভিনেতা নিজের কাজ ও সংসারকে একদম ভারসাম্য দিয়ে চলতে পারেন। তা তাঁদের সম্পর্কের এই মিস্ট রসায়ন দেখলেই বোঝা যায়। তবে এই জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনাও হয়। যদিও এই জুটি সেইসব একদম কর্ণপাত করেননা। বরং যখনইতাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো গসিপ হয় তখনই বুদ্ধিমানের মত স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেন আবির।

আর প্রত্যেকটা গসিপের ক্ষেত্রে স্ত্রী নন্দিনীর একটা অন্য টেক আছে, যেটা নাকি ভীষণ ইউনিক। আর এরপর কোনো সমস্যাই হয় না এই জুটির। তাঁদের একটি ফুটফুটে কন্যা সন্তান আছে। টলিউডের মোস্ট হ্যান্ডসাম, ট্যালেন্টেড এবং রোম্যান্টিক আবির চট্টোপাধ্যায়র সিনেমা ‘সুইজারল্যান্ড’ আগামী ১৩ নভেম্বর মুখটি পেতে চলেছে সিনেমা হলে।

Related Articles