শরীরে মিশেছে শরীর! দোলের আমেজে রোমান্টিক মুডে আবীর-ঋতাভরী
নিজের গাল আবীর চ্যাটার্জির গালে ঠেকিয়ে রং মাখিয়ে দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ এই অভিনেতাকে এভাবে রং মাখাতে গেলেন কেন তিনি? না না অবাক হবেন না। কারণ, এই দৃশ্যটি তাদের আগামী সিনেমার একটি গানের। খুব শীঘ্রই তাদের নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ’ প্রোডাকশনের নতুন সিনেমা ‘ফাটাফাটি’তে দেখা যাবে।
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার এই নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে বারান্দায় দাঁড়িয়ে থাকা ঋতাভরীর গালে হলুদ ও লাল রং মাখিয়ে দিচ্ছেন আবীর। যেখানে দোলের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। এরপর রং মাখানোর সময় ঋতাভরী হাত দিয়ে নয় বরং গাল ঠেকিয়ে আবীর মাখিয়ে দেন অভিনেতাকে। ‘উইন্ডোজ’ প্রোডাকশনের তরফ থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে।
যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘রংয়ের উৎসব কাটুক ফাটাফাটি।’ এই সিনেমাটিতে মূল কাহিনী হিসেবে দেখানো হবে শরীর নিয়ে মানুষের কতরকম ছুৎমার্গ রয়েছে। বেশি মোটা হলে সমস্যা, রোগা হলে সমস্যা আবার লম্বা এবং খাটো হলেও সমস্যা। এর আগেও একটি জীবনমুখী সিনেমা নিয়ে এসেছিলো ‘উইন্ডোজ’ প্রোডাকশন, সেটিও পরিচালনা করেছিলেন অরিত্র।
‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ নামক সেই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকদের মাঝে। আরও একবার সেরকমই একটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন তারা। আবীর জানিয়েছেন উইন্ডোজের সাথে কাজ করতে বরাবর পছন্দ করেন তিনি। কারণ, এরকম সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করা যায়। আসলে সকলকে ভালো কিছু শিখিয়ে যায় সেই সিনেমাগুলো।