Abhishek Bachchan : ঐশ্বর্যকে পেতে এই সুন্দরী অভিনেত্রীকে ঠকিয়েছিলেন অভিষেক!

Advertisement

Abhishek Bachchan : বলিউডের জনপ্রিয় জুটি হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় অভিষেক ও ঐশ্বর্য জুটি। তাদের দু’জনই সিনেমা জগতের মানুষ। একসঙ্গে কাজও করেছেন তারা। এরপর একসময় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে তাদের রয়েছে একটি মেয়ে। মেয়ে, বাবা, মা ও স্ত্রী নিয়ে ভরা সংসার অভিষেকের। এখনও ঐশ্বর্য ও অভিষেক জুটি সকলেরই খুব প্রিয়। তবে বলিউডের এই দুই তারকা সাত পাকে বাঁধা পড়ার আগে দু’জনেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন।

Advertisements

Abhishek Bachchan

Advertisements

Abhishek Bachchan এর প্রাক্তন প্রেমিকা :

ঐশ্বর্যের নাম যেমন জড়িয়েছে সালমান খান, বিবেক ওবেরয়ের সঙ্গে তেমনি অভিষেকের নাম জড়িয়েছে রানী মুখার্জি, করিশ্মা কাপুরের সঙ্গে। জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে অভিষেকের নাম জড়ানোর কথা অনেকেই জানলেও এক অভিনেত্রীর কথা কেউই জানতেন না। সেই সম্পর্কের বিষয়টি আড়ালেই থেকে গিয়েছে। ঐশ্বর্যের সঙ্গে প্রেম শুরু হওয়ার আগে এক মডেল অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।

Dipannita Sharma

তবে ঐশ্বর্যকে দেখার পর থেকে সেই মডেল অভিনেত্রীর প্রতি মন উঠে যেতে থাকে অভিষেকের। একসময় বলি পাড়ায় উঁকি দিলেই শোনা যেতো ১৯৯৮ ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে অন্যতম দীপান্বিতা শর্মার (Dipanwita Sharma) নাম। দু’জনের মেলামেশার কথা প্রায়শই সকলের মুখে মুখে চলত। শোনা যায়, অভিনেত্রী সোনালী বেন্দ্রের মাধ্যমে তাদের আলাপ ঘটে। প্রথম দেখা হয় তাদের।

কোথায় হারিয়ে গেলেন ‘ভিরানা’ ছবির লাস্যময়ী ‘ভুতনী’? 

এরপর তারা একে অপরের বন্ধু হয়ে ওঠেন। ধীরে ধীরে দীপান্বিতার প্রেমে পড়েন অভিষেক। তবে প্রথম দিকে অভিষেককে বন্ধু ভাবলেও তার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়েন দীপান্বিতা। অভিনেত্রীর পরিবারের এই সম্পর্কে মত না থাকলেও গোপনে এই সম্পর্ক চালিয়ে যান তিনি। দীর্ঘ ১০ মাস অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। এরপর তাকে তার বন্ধুরা অভিষেকের ঠকানোর বিষয়ে সতর্ক করলেও সেসব কান দেননি দীপান্বিতা।

Dipannita Sharma

এরপর ৫ই ফেব্রুয়ারী অভিষেকের জন্মদিনে ভেবেছিলেন তারা একসঙ্গে সেলিব্রেট করবেন। কিন্তু অভিষেক জানায় সে শ্যুটিং-এ ব্যস্ত। অভিনেত্রীর খটকা লাগলে তিনি গাড়ি নিয়ে সোজা জন্মদিনের পার্টিতে চলে যান এবং সেখানে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যকে দেখতে পান। এই ঘটনার পর অভিষেকের দিক থেকে মুখ ঘুরিয়ে নেন দীপান্বিতা। আর তার দিকে ফিরে তাকাননি তিনি। এরপর ২০০৮ সালে গাঁটছড়া বাঁধেন দীপান্বিতা শর্মা।

Related Articles