সম্পর্কে অবনতি, ভাঙনের মুখে ঐশ্বর্য-অভিষেকের বিয়ে!

Advertisement

ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্যে ভাঙ্গন; আলাদা হচ্ছে দুজনের পথ চলা। বলিউডের বচ্চন পরিবার সবসময়ই থাকে খবরের শিরোনামে। ঐশ্বর্য রাই এবং অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) নিয়ে শোনা যায় বেশি জল্পনা। তবে এবার শোনা যাচ্ছে অভিষেক- ঐশ্বর্য (Abhisekh-Aishwariya) এর ভাঙনের গুঞ্জন। পনেরো বছরের সম্পর্কে ইতি টানতে চলেছে এই দম্পতি। দীর্ঘদিনের সম্পর্কে বহু চাপান-উতর দেখেছেন এই দম্পতি। জুনিয়র বচ্চন সর্বদাই ভালোবাসেন স্ত্রীকে আগলে রাখতে।

Advertisements

কিন্তু শোনা যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে এদের পথ। পারিবারিক মনোমালিন্যের কারণে নাকি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি। তবে কেন এই সিদ্ধান্ত নিলেন এই জুটি? নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই ঘটনার সূত্রপাত। বলিউড ও হলিউডের চাঁদের হাট বসেছিল এই অনুষ্ঠানে।আরাধ্যাকে নিয়ে একাই হাজির ছিলেন ঐশ্বর্য্য,কিন্তু সাথে ছিলেন না অভিষেক। আর তাতেই শুরু হয়েছে যত জলঘোলা।

Advertisements

অভিষেক-ঐশ্বর্য এর সম্পর্কে ভাঙ্গন এখন বলিউডের সবথেকে চর্চিত বিষয়। বলিউডের এই সুন্দরী মেয়েকে নিয়ে একাই থাকছে, আর এর পেছনে কারণ হলো শ্বশুরবাড়ির সাথে মনোমালিন্য। স্বামী অভিষেকের সাথে এই কারণে দূরত্ব বেড়েছে অভিনেত্রীর। তবে এ নিয়ে প্রকাশ্যে কোনরকম মুখ খোলেনি তিনি। এত জল্পনার মাঝেও স্বামী অভিষেক টুইট করে স্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন। ঐশ্বর্য্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের একটি ছবি পোস্ট করেছেন শ্রুতি নামক একজন টুইট ব্যবহারকারী।

সেই টুইট এর রিটুইট করে অভিষেক বচ্চন সোশ্যাল মিডিয়াতে তার প্রিয় মানুষগুলোর সম্পর্কে বার্তা পোস্ট করেছেন।এতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই তারকা জুটির ভক্তরা। বিচ্ছেদের ঘটনার মাঝে অভিষেকের এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এর আগেও ২০১৪ সালে এদের ডিভোর্সের জল্পনা শোনা গিয়েছিল। সেটি ছিল নিছক গুজব এবং সেই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন জুনিয়র বচ্চন। সেই ঘটনার কয়েক বছরের মধ্যে আবার ফের শোনা গেল ডিভোর্সের গুঞ্জন।

Related Articles