৬০ পেরিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান? ফাঁস হয়ে গেল বিয়ের দিনক্ষণ

Advertisement

৬০ পেরিয়ে তৃতীয়বার ছাদনাতলায় আমির খান, স্ত্রী হিসেবে মর্যাদা দিতে চলেছেন এই অভিনেত্রীকে। কথায় আছে বয়স কেবল সংখ্যা মাত্র। ইচ্ছেটাই মানুষের সব। সেই কথা অনুযায়ী ৬০ পেরিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘লাল সিং চাড্ডা’ খ্যাত তারকা আমির খান (Amir Khan)। অভিনয়ের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে নেটদুনিয়ার চর্চায় থাকেন এই অভিনেতা। তবে সাম্প্রতিক খবর রয়েছে বহুল চর্চিত অভিনেত্রী ফতিমা সানা শেখ (Fatima sana Shaikh)-কে স্ত্রী হিসেবে মর্যাদা দিতে চলেছেন আমির খান। প্রকাশ্যে এসেছে দিনক্ষণ।

Advertisements

প্রসঙ্গত, ‘দঙ্গল’ (Dangal) ছবির সময় থেকেই চর্চায় রয়েছেন আমির-ফাতিমা (Amir-Fatima) জুটি। এই ছবিতে আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফতিমা। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও আমিরের মেয়ের বয়সী ফতিমা সানা শেখ। তবে বয়সে কি এসে যায়? ভালোবাসাটাই হলো সব। আর সেটাই বৈবাহিক জীবনে পরিণতি দিতে চলেছেন আমির-ফতিমা। সাম্প্রতিক এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন সিনেসমালোচক কামাল আর খান। টুইটার (Twitter) মাধ্যমে টুইট করে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান।

Advertisements

মেয়ের বয়সী অভিনেত্রী ফতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই প্রেম করছেন তাঁরা। তবে এই বিয়ে প্রসঙ্গে জানিয়ে রাখি, অভিনেতা আমির খান ইতিমধ্যেই দুবার বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী-এর নাম রিনা দত্ত (Rina Dutta)। রয়েছে দুই সন্তান। পরবর্তীতে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে মর্যাদা দেন কিরণ রাও (Kiran Rao)-কে। তাদের রয়েছে এক সন্তান।

তবে বর্তমানে দুজনের সাথেই বিবাহ বিচ্ছেদ হয়েছে আমিরের। সাম্প্রতিক সময়ে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আমিরের তৃতীয় বিবাহের কথা। আমির কন্যা ইরার বাগদান পর্বেও দেখা গিয়েছে ফতিমাকে। তবে আমির-ফতিমা জুটির সম্পর্কে এই নিয়ে জলঘোলা হলেও তাঁরা কেউই এই বিষয়ে প্রত্যক্ষভাবে মুখ খোলেনি। তবে কি এই গুঞ্জন সত্যি হতে চলেছে? নাকি পুরোটাই গুজব? আসল উত্তরের অপেক্ষাতে অনুরাগীমহল।

Related Articles