DJ গানে দুর্দান্ত নেচে তাক লাগলো ‘সিধাই’ কন্যা মিষ্টির, মুগ্ধ ভক্তরা

বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। সম্প্রচারিত হওয়ার প্রথম দিন থেকেই এই ধারাবাহিক সকলের নজরে আসে। সকলেই এই ধারাবাহিকের অভিনয়, গল্পের প্রতি মোহিত হয়ে যান। আর এই কারণে টিআরপি তালিকায় প্রথম স্থানে বারংবার জায়গা করে নেয় এই ধারাবাহিক। ধারাবাহিকের একটি জনপ্রিয় চরিত্র হল অনুমেঘা।
এবার সেই ছোট্ট খুদে ‘ড্যাডি মাম্মি’ গানের তালে নাচ করল। বর্তমানে ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রথমে না থাকলেও দশের মধ্যে নিজেকে ধরে রেখেছে তারা। ধারাবাহিকে একদিকে দেখা গিয়েছে মিঠাইয়ের ছেলে শাক্যকে এবং অপরদিকে দেখা গিয়েছে মেয়ে মিষ্টি। মিষ্টির চরিত্র অভিনয় করছে ছোট্ট শিশু শিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)।
তার অভিনয় ইতিমধ্যে মন জয় করে নিয়েছে সকলের। এত ছোটো বয়সেই ধীরে ধীরে পরিচিতি বেড়েছে তার। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সে বেশ সক্রিয়। সম্প্রতি একটি রিল ভিডিও পোস্ট করা হয় তার সোশ্যাল হ্যান্ডেল থেকে। সেখানে তাকে দেখা ‘ড্যাডি মাম্মি’ গানের তালে নাচ করতে। ভিডিওতে তার পরনে রয়েছে নীল রঙের প্যান্ট ও টপ।
ভিডিও পোস্ট করে অনুমেঘা লিখেছে, “লেটস্ ড্যান্স”। একের পর এক কমেন্টের বন্যায় ভরে গিয়েছে তার পোস্টের কমেন্ট বক্স। প্রচুর মানুষ প্রশংসা করেছেন তার নাচের। ছোট্ট শিশু শিল্পীর অভিনয়ের পাশাপাশি তার নাচ নিয়ে সকলেই অভিভূত।