জনপ্রিয় ‘Tumpa Sona’ গানে দুর্দান্ত ডান্স পারফরমান্স দুই খুদের, মুহূর্তে ভাইরাল ভিডিও

ফ্যাশন স্টাইলের ট্রেন্ডতো মাঝেমধ্যেই দেখা যায় কিন্তু এখন সোশ্যাল মিডিয়া খুললেও বিভিন্ন ট্রেন্ডের জোয়ার দেখা যায়। কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজেরাই ট্রেন্ড বানিয়ে ফেলেন। আর তা দেখাদেখি প্রায় সমস্ত মানুষ সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসান। সোশ্যাল প্ল্যাটফর্মে নিত্যনতুন ট্রেন্ডের দৌরাত্ম্য বেড়েছে এই যেমন গত কয়েকদিন ধরেই পাওরি হো রাহি হে ডায়লগটি ট্রেন্ডের পর্যায়ে চলে গেছে। এরকম কিছু গান বা ডায়লগ রয়েছে যা এতটাই ভাইরাল হয়েছে যে এখনো তা ট্রেন্ডে আছে।
এমন একটি গান হল টুম্পা সোনা। সেই পুজো থেকে শুরু আর তার রেশ এখনো চলছে..। রেস্ট ইন প্রেম ওয়েব সিরিজের টুম্পা সোনা গান এতটাই ভাইরাল হয়েছে যে টুম্পা ফিভার চলছে আট থেকে আশির মধ্যে। তবে এবার টুম্পা সোনা গানকে কেন্দ্র করে যা দেখা গেল তা বোধহয় আগে হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুটি ছোট ছোট ছেলে মেয়ে এই গানটিতে নাটকের মতো অভিনয় করছে। গানের প্রত্যেকটি লাইনের এর সাথে তাল মিলিয়ে সামঞ্জস্যপূর্ণভাবে অভিনয় করে দেখাচ্ছে আর তার সাথে নাচও করছে।
বাচ্চাদের বয়স তিন কিংবা চার। কিন্তু এই বয়সেও গানটির সাথে তারা যেভাবে পারফর্ম করেছে তা এককথায় অনবদ্য। ছোট ছোট বাচ্চাদের এই মিষ্টি পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। সঞ্চারি শিকদার নামের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই লাইক ও কমেন্ট সংখ্যা বাড়ছে মুহূর্তে মুহূর্তে। সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।