বিনোদন

লকডাউন দেশ! গৃহহীন ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন বরুণ ধাওয়ান!

Advertisement
Advertisement

করোনা ভাইরাসে স্তব্ধ দেশ লকডাউনের ফলে লক্ষনরেখা টানা হয়েছে প্রত্যেকের গৃহে কিন্তু এর ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন যারা দিন আনে দিন খাই, হকার বা ছোট ব্যাবসায়ীরা ।পড়েছে মাথায় হাত আয় না থাকলে পেট চলবে কি করে। এছাড়াও ডাক্তার নার্স যারা আমাদের জন্য নিজের জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা করছেন তাদেরও সেফটি প্রয়োজন, মাস্ক এসবের যেন ঘাটতি না থাকে আর তাদের কথা ভেবেই করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সকলে। সরকার থেকে নানা ভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।তারই মধ্যে এই সাহায্যের হাত বাড়াতে সামিল হয়েছেন অনেকেই। যেমন 50 লক্ষ অনুদান তুলে দিয়েছেন সচিন তেন্ডুলকর। বাদ যায়নি বলিউড টলিউড স্টারও এমনকি বঙ গাই বা ভুবন বাম ইউটিউবারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এবার আরও একবার এগিয়ে এলেন বরুন ধাওয়ান।PM fund এ তো অনুদান দিয়েছেন তার সঙ্গে ইন্সটা wallএ পোস্ট দিয়েছেন যেখানে তার একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যতদিন লকডাউনেরএক একটটা দিন পেরিয়ে যাচ্ছে ততই তার মন ব্যাকুল হচ্ছে তাদের কথা ভেবে যাদের নিজেদের ঘর নেই দুবেলা খাবার পাচ্ছে না।

এছাড়াও যারা আমাদের জন্য 24ঘন্টা কাজ করে চলেছেন ডাক্তার নার্স দের শ্রদ্ধা জানিয়ে প্রতিজ্ঞা করেছেন তিনি তাদের খাবারের ব্যবস্থা করবেন।
পোস্টে তিনি বলেছেন- All meals are provided through the Taj public service welfare trust. caption এ লিখেছেন-এটি একটি দীর্ঘমেয়াদী লড়াই আর এর জন্য আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles