বিনোদন

ঠিক যেভাবে বলিউডের বাদশা হয়েছেন শাহরুখ খান, জানুন খুঁটিনাটি

Advertisement
Advertisement

বর্তমানে অনেককেই দেখা যায় তারকা বাবা মায়ের সন্তানেরা পরবর্তী ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু খুব কম সংখ্যক তারকা আছেন যারা অনেক চড়াই উতরাই পেরিয়ে বলিউডে তার জমি শক্ত করেছে। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র পরিশ্রম মেধার এর জেরে বলিউডের বাদশা হয়ে উঠেছে, 8-80 সকলের প্রিয় হয়ে উঠেছেন। আর এমন একজন ব্যক্তি হলেন শাহরুখ খান যিনি king khan নামে পরিচিত।

তার এই পথটা এতটা মসৃণ ছিলনা দিল্লির এক সাধারন পরিবারের বেড়ে উঠেছিলেন তিনি। বাবা ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের তাজ মহাম্মদ খান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 15 বছর বয়সে ক্যান্সার এ বাবাকে হারান। পিতার অসুস্থ কালে প্রায় পথে বসার মতো অবস্থা হয়েছিল তার পরিবারের। সেই সময় তার মা দিন-রাত কাজ করতেন বাবার মৃত্যুর পর তার মা বাবার রেখে যাওয়া ব্যবসা কে আবার নতুন করে গড়ে তোলেন।

নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ের পা রাখেন তিনি তারপর সেখানেও দীর্ঘ নানান প্রতিকূলতা জয় করে 1988 সালে ফৌজী টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রাই চরিত্রের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। 1992 সালের দিওয়ানা ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতের যাত্রা শুরু করে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে দিওয়ানা তাকে বলিউডে শক্ত জমি দিয়েছিল। এরপর একের পর এক হিট ছবি 2020 তে দাড়িয়েও সমান জনপ্রিয়, সমান সমাদৃত।

30 বার ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি 14 টি জিতেছেন, ঝুলিতে আছে পদ্মশ্রী উপাধি 2014 সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান না নাইট অফ দা লিজিয়ন অব অনার দেন, সম্প্রতি প্রথম ও একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে পেয়েছেন দুবাই স্টার সম্মান। আর এই পুরো জার্নিতে 1984 সাল থেকে পাশে পেয়েছিলেন গৌরী খানকে। বাকপটু এই অভিনেতার উপস্থিত বুদ্ধি রসবোধ অভিনয় কথার মুগ্ধতা আচ্ছন্ন করে রেখেছেন সকলকে তাইতো তিনি আজও সমান প্রিয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles