নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

হিন্দি গানে নুসরতের তুমুল নাচ, সঙ্গে যোগ দিলেন নিখিল! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দিয়েছিলেন নুসরাত জাহান আবার সেই বছরই জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে তাকে সামলাতে হচ্ছে তিনটি পরিবার রাজনীতি অভিনয় ও সংসার।কিন্তু দায়িত্বের চাপে যে সবসময় কাজ নিয়ে ব্যস্ত তা

Published By: Sangbad Safar Desk | Updated:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দিয়েছিলেন নুসরাত জাহান আবার সেই বছরই জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে তাকে সামলাতে হচ্ছে তিনটি পরিবার রাজনীতি অভিনয় ও সংসার।কিন্তু দায়িত্বের চাপে যে সবসময় কাজ নিয়ে ব্যস্ত তা কিন্তু নয়।নিজের মনের মানুষের সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন, একান্তে সময়ও কাটাচ্ছেন।

আপনার জন্য নির্বাচিত

কিছুদিন আগেই ছিল দোল উৎসব সাধারণ মানুষ থেকে তারকা এইসব থেকে কেউই বাদ যাননি। বলিউড থেকে টলিউড সর্বোত্তম উড়েছে আবির রঙের জোয়ারে ভেসে গেছে সকলে আর সেইসব ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন তারা

বিয়ের পর প্রথম হোলি তাই শত কাজের মধ্যেও আনন্দ তো করতেই হবে চুটিয়ে তো রং খেলতেই হবে তবে তার সাথে নাচ হবে না তা হতে পারেনা। তাই হোলি তিনসুকিয়া রং খেললে নুসরাত-নিখিল বিয়ের এক বছরও হয়নি তাই এই দোলটা তো মিস করা যায় না।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে চুটিয়ে নাচ করতে দেখা গেছে নিখিল ও নুসরাতকে। নিখিলের পরনে ছিল সাদা পাঞ্জাবি আর সাথে চোখে সানগ্লাস। অপর দিকে নুসরাত সেজেছেন সাদা সালোয়ার ও পিঙ্ক ওড়নাতে। সঙ্গে রয়েছে কানের ঝুমকো।

সেই মুহূর্তে চারিদিকে জোরে বাজছে “তেরি আখোকা কাজল” গানটি আর সেই গানের তালে দুজন নাচ করেছেন।নুসরতের ওড়না ধরে তুমুল নাচ এর ঝড় তুলেছেন নিখিল।নাচের মাঝে একে অপরকে মালা পড়াতেও দেখা গেছে। দেখুন সেই ভিডিও-