হট পোশাকে বোল্ড লুক! বলি অভিনেত্রীর ছবিতে উষ্ণতা সোশ্যাল মিডিয়ায়

বলি তারকারা অনেক বিষয়ে সতর্ক থাকেন যেমন ওজন বেড়ে যাওয়া ভুলভাল কমেন্ট না করে ফেলা জনসংযোগের নিজেকে ঠিকঠাক রাখা কিন্তু তার মধ্যে একটি জিনিস হলো কখনও এক পোশাক দ্বিতীয়বার জনসম্মুখে পড়ে না ফেলা।বা অন্য কারো পোশাকের সাথে যেন মিল না থাকে। কিন্তু এবার তার অন্যথা হল ।কিছুদিন আগেই ফের একটি পোশাকের জন্য আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন মালাইকা। বরাবরই নিজেকে নিয়ে বিন্দাস তিনি কোনদিনই সমালোচকদের সমালোচনা তাকে ভাবায়নি।
সম্প্রতি কিছুদিন আগেই স্বল্প পোশাক পড়া নিয়ে নেটিজেনদের সমালোচনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। কিন্তু তাতেও যে কোন লাভ হয়নি।তার বিরুদ্ধে উচ্চারিত হয়েছে এতদিন তাও স্বল্প পোশাক পরেছেন এবার কি তাও পরেরেনি। গত বৃহস্পতিবার বাদামী রঙের একটি পোশাকের জন্য তীর্যক মন্তব্য মুখোমুখি হতে হয় তাকে । একটি বডি হাঙ্গিং পোশাক পড়ে জিমে এক্সেসাইজ করতে গিয়েছিলেন ।ত্বকের সঙ্গে রঙ মিশে যাওয়ায় দেখে মনে হবে তিনি যেন নগ্ন।তিনি গাড়ি থেকে নামার পরে ছবি তোলেন মিডিয়ার লোকেরা আর তারপরেই নানা রকম কুৎসিত মন্তব্যে ভরে গেছে।
এবার একইরকম পোশাক পড়েছেন ক্যাটরিনা কাইফ।মালাইকার সমালোচনা তার সাহসকে কমতে পারেননি।সম্প্রতি তিনি তার ইন্সটায় কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে হুবহু একইরকম ড্রেস পড়েছেন তিনি।আর বোল্ড ফটশ্যুট করেছেন।তবে কি এক নায়িকার প্রতি হওয়া তীর্যক মন্তব্যের প্রতিশোধ বা দেখিয়ে দেওয়া কোনো খারাপ মন্তব্য তাদের আটকাটে পারবেনা।