সমুদ্রের পারে বোল্ড লুকে বলিউড অভিনেত্রী! উষ্ণতার ঝড় সোশ্যাল মিডিয়ার, দেখুন সেই ছবি

সঙ্গীতা বাগ : বলিউডের এক নম্বর নায়িকা!!! দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দীপিকা পাড়ুকোন ভাইরাল হয়েছেন সৈকতে সুইম স্যুটের বিভিন্ন ছবিতে। নিজস্ব ইনস্ট্রাগ্রামে শেয়ার করা লাস্যময়ী নায়িকার সেইসব ছবি দেখে তোলপাড় নেট দুনিয়া। বলা বাহুল্য, প্রতিটি ছবিই আলাদা পোজে তোলা। লাইক শেয়ার এর বন্যা তো বটেই, ছড়াছড়ি যাচ্ছে অনুরাগীদের কমেন্ট।মুম্বাই অর্থাৎ বলিউডে টিকে থাকার দুটি শর্ত…. বডি ফিটনেস এবং অভিনয়।
ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোনের ঝুলিতে রয়েছে ‘শরীরচর্চায় উৎসাহী’ এরকম তকমা। এইজন্য প্রায়ই নিজের ফিটনেস থাকার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নায়ক নায়িকাদের ইচ্ছা অনিচ্ছা কে দূরে সরিয়ে রেখেও প্রতিদিন ওয়ার্ক আউট করতে হয়। কিন্তু এ যে সকাল ৬টা!!! এত সকালে উঠে দীপিকা পাড়ুকোন রীতিমতো গলদঘর্ম অবস্থায় অথচ হাসতে হাসতে ‘লুঙ্গি ড্যান্স’ গানের সাথে নাচছেন যে!!! অবিশ্বাস্য মনে হল??? প্রমাণ হিসাবে দিয়ে দেওয়া হল দীপিকার ফিটনেস ইন্সট্রাক্টর Yasmin Karachiwala এর পোস্ট করা ভিডিও। তবে এটা মনে করবেন না, যে এটা একদিনের ঘটনা…. এটিই তাঁর রোজনামচা।
দীপিকার আগামী সিনেমা মহাভারতের “দ্রৌপদী”। এছাড়া স্বামী স্ত্রী যুগলকে অর্থাৎ দীপভীর কে দেখা যাবে আগামী দিনের কবির খানের স্পোর্টস ড্রামা “83”-তে। ছবিটিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণভীর সিং এবং দীপিকাকে দেখতে পাবেন দর্শকরা কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে। দীপিকা পাড়ুকোনের শেষ ছবি অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন বৃত্তান্ত নিয়ে তৈরী “ছপাক”। এটি মেঘনা গুলজারের পরিচালনায় তৈরী। আরো জানা গিয়েছে, দীপিকা পাড়ুকোন কয়েকদিনের মধ্যেই শুরু করতে চলেছে হলিউডি রিমেক “The Intern” ছবিটির শ্যুটিং। ছবিটিতে তাঁর সাথে দেখা যাবে কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরকে। প্রকৃত হলিউড সিনেমাটিতে মুখ্য চরিত্র আলোকোজ্জ্বল করেছিলেন রবার্ট দি নিরো- আনা হাথওয়ে।