শাঁখা-সিঁদুর, কপালে লাল টিপ, বাঙালি বধূ বেশে ছবি পোস্ট করে চরম বিপাকে নুসরত!

Advertisement

দেবপ্রিয়া সরকার : পরনে শাড়ি, শাঁখা-সিঁদুর, কপালে লাল টিপ, যেন সদ্য বিবাহিত বাঙালি বধু। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে এমনটাই সেজে ছবি আপলোড করলেন বাঙালি অভিনেত্রী নুসরাত জাহান। ছবিটি নুসরতের আগামী ছবি ‘ডিকশনারি’র লুক। আর এই লুক শেয়ার করার পরই সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয় নুসরত জাহানকে। নুসরতের ওই সিঁদুর পড়া ছবির জন্যই এই কটাক্ষ। নানান প্রশ্নের মাধ্যমিক অভিনেত্রীকে কটাক্ষ করা হয়েছে। কেউ প্রশ্ন করেছেন, ”আপনি কি মুসলিম নয়?”, কেউ আবার লিখেছেন, ”মুসলিম মেয়েকে হিন্দু সংস্কৃতিতে দিব্যি মানিয়েছে।”

Advertisements

এর আগে নিখিল জৈনকে বিয়ে করার পরও সোশ্যাল মিডিয়ায় কিছু মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান কে। তাঁর বিরুদ্ধে ফতোয়া জারির হুমকিও দিয়েছিল তাঁরা। তবে সেদিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে ঠান্ডা মাথাতেই পুরো ব্যাপারটি সামলে ছিলেন অভিনেত্রী। হিন্দু রীতি অনুসরণ করায় পুনরায় কটাক্ষের মুখে পড়তে হলে তাকে। অভিনেত্রী জানিয়েছেন তার ওই সাজ শুধুমাত্র তার আগামী ছবির শ্যুটিং-এর জন্যই। ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’র শুটিং চলছে বোলপুরে। ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে আবির চ্যাটার্জি কে।

Advertisements

Related Articles