Advertisements

লন্ডন থেকে কলকাতায় ফিরেই আইসোলেশনে টলিউড তারকা জিৎ ও মিমি!

Advertisements

সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। আর এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে ভারতের বহু রাজ্যের শপিংমল সিনেমাহল জিম সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।সব রকম শুটিং বন্ধ হয়ে গেছে।

লন্ডনে বাজি সিনেমার শুটিংয়ের জন্য মিমি জিত সহ লন্ডনে উড়ে গিয়েছিল গোটা টিম কিন্তু হঠাৎ এই পরিস্থিতির উদ্ভব হলে 18 ই মার্চের পর ইউরোপ থেকে দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। আর সে ক্ষেত্রে দেশে ফিরতে হলে 31 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে ।আর এই কারণেই শুটিং বাতিল করে দেশে ফেরা সিদ্ধান্ত নেন মিমি ও জিৎরা।

বুধবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারা কলকাতার বিমানবন্দর নামা মাত্রই বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা মধ্যে দিয়ে যেতে হয়েছে দুই তারকাকে। আর সরকারি নির্দেশিকা মেনেই বিমানবন্দর থেকে সোজা বাড়িতে গিয়ে আইসোলেশন এর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা।

বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর তিনি জানিয়েছেন আগামী 14 দিন বাড়িতেই থাকবেন তিনি তবে এই দিন বিমানবন্দরে মিমির মুখে কোন মাস্ক ছিল না যা নিয়ে প্রশ্ন উঠেছে।তবে বাকিরা মাস্ক পরেই ছিলেন।

Related Articles